1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

ক্রাইমিয়া পুনরুদ্ধার জরুরি: জেলেনস্কি

১৭ ফেব্রুয়ারি ২০২৩

ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেম ভাঙতে রাশিয়া বিস্ফোরক বেলুন ব্যবহার করছে অভিযোগ ইউক্রেনের।

https://p.dw.com/p/4Nd0a
ইউক্রেন যুদ্ধ
ছবি: Valentyn Ogirenko/REUTERS

বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনল্কির অফিস থেকে জানানো হয়েছে, ইউক্রেনে বিস্ফোরক বেলুন নিয়ে হামলা চালাচ্ছে রাশিয়া। তাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে ভাঙতেই রাশিয়া একাজ করছে বলে জানানো হয়েছে। ইউক্রেনের দাবি, এই পরিস্থিতিতে ক্রাইমিয়া পুনরুদ্ধার করা সবচেয়ে জরুরি। ২০১৪ সালে রাশিয়া ক্রাইমিয়া দখল করেছিল।

ইউক্রেনের দাবি, বুধবার রাজধানী কিয়েভের আকাশে একটি বেলুন উড়তে দেখা যায়। ইউক্রেনের সেনা সঙ্গে সঙ্গে গুলি করে নামায় বেলুনটি। ইউক্রেনের দাবি, ওই বেলুনটি রাশিয়ার। এর মাধ্যমে চরবৃত্তি চালানো হচ্ছিল বলে তাদের অভিযোগ। রাশিয়া অবশ্য এবিষয়ে কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য সম্প্রতি অ্যামেরিকার আকাশেও এমন বেলুন দেখা গেছিল। অ্যামেরিকাদাবি করেছিল, বেলুনটি চীনের।

ইউক্রেনজুড়ে রাশিয়ার আক্রমণ

বৃহস্পতিবার ইউক্রেনের সেনা জানিয়েছে, গোটা ইউক্রেনজুড়ে নতুন করে আক্রমণ শুরু করেছে রাশিয়া। ২৪ ফেব্রুয়ারির আগে এই আঘাত বলে মনে করা হচ্ছে। ইউক্রেনের দাবি, রাশিয়া একসঙ্গে বেলুন, ব্যালেস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন সব একসঙ্গে ব্যবহার করছে।

ইউক্রেনের দাবি, জবাবে তাদের অত্যন্ত হিসেব করে অস্ত্র ব্যবহার করতে হচ্ছে। কারণ, তাদের অস্ত্রের ভাণ্ডার ক্রমশ খালি হয়ে যাচ্ছে। ৭০ থেকে ৮০ শতাংশ অস্ত্র প্রায় শেষ। এই পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলির কাছে অস্ত্রের আবেদন জানিয়েছেন জেলেনস্কি। ইতিমধ্যেই তারা গোলাগুলি ছাড়াও ফাইটার জেট চেয়ে পাঠিয়েছে।

ইউক্রেনের দাবি, পশ্চিমা দেশগুলি অস্ত্র পাঠালেও তা পাঠাতে সময় নিচ্ছে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, সম্প্রতি জার্মানি ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাঙ্ক দিয়েছে। কিন্তু তা দেওয়ার আগে তারা দীর্ঘ সময় নিয়েছে। এই সময়টাই আর ইউক্রেনের হাতে নেই বলে তাদের দাবি। রাশিয়া ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে, ফলে প্রতিটি দিনের যুদ্ধ খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছে ইউক্রেনের কর্মকর্তা।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)