1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোলনে জিম্মিদশা থেকে তরুণী মুক্ত, জিম্মিকারী আটক

১৫ অক্টোবর ২০১৮

কোলন কেন্দ্রীয় রেলস্টেশনের এক ফার্মেসিতে জিম্মি হওয়া এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ৷ তরুণীকে জিম্মি করার কারণ এখনো জানা যায়নি৷ এ ঘটনাকে ঘিরে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ৷

https://p.dw.com/p/36aV1
Deutschland Geiselnahme im Kölner Hauptbahnhof
ছবি: picture-alliance/dpa/O. Berg

সোমবার কোলন কেন্দ্রীয় রেলস্টেশনে এক নারীকে জিম্মি করে এক ব্যক্তি৷ কিছুক্ষণ পর ঘটনাস্থল ওই ফার্মেসিটিতে পুলিশ অভিযান চালালে দুটি গুলির শব্দ শোনা যায়৷

কর্তৃপক্ষ জানিয়েছে, অপরাধী গুরুতর আহত হয়েছে৷

ডয়চে ভেলের ডেভিড মার্টিন জানিয়েছেন, এই জিম্মি ঘটনার সাথে জঙ্গিবাদের সম্পর্ক রয়েছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ৷

পরিস্থিতি এখন সম্পূর্ণ ‘নিয়ন্ত্রণে' রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ৷ জিম্মি হওয়ার সময় সামান্য আহত হওয়া তরুণীকে প্রথমিক চিকিৎসা দেয়া হচ্ছে৷

রেল চলাচল বিঘ্নিত

জিম্মি ঘটনা জানাজানির সাথে সাথেই পুরো রেলস্টেশন খালি করে দেয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ৷ জার্মানির রেল নেটওয়ার্কে অন্যতম জংশন কোলন রেলস্টেশন৷

জার্মানির রেল চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা ডয়চে বান জানিয়েছে, পরবর্তী নিদেশ না দেয়া পর্যন্ত দূরপাল্লাসহ সব রেল চলাচল বন্ধ থাকবে৷

রেলস্টেশনের আশেপাশের এলাকা এড়িয়ে চলতে স্থানীয়দের পরামর্শ দেয়া হয়েছে৷

ঘটনাস্থলে অবস্থান করা ডয়চে ভেলের ডানা রেগেভ জানিয়েছেন, পুলিশ ফার্মেসিতে অভিযান চালানোর আগে কোলনের ক্রাইসিস নেগোসিয়েশন ইউনিটও ঘটনাস্থলে উপস্থিত ছিল৷

এডিকে/এসিবি (এএফপি, ডিপিএ, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য