ক্ষতি ১০৪ কোটি টাকা
১৮ মার্চ ২০১৪
টিআইবি-র প্রতিবেদনে বলা হয়, সংসদ সদস্যরা নির্ধারিত সময়ের পরে সংসদে উপস্থিত না হওয়ায় কোরাম সংকট হয়েছে মোট ১৯টি অধিবেশনে ২২২ ঘণ্টা ৩৬ মিনিট, যা প্রতি কার্যদিবসে গড়ে ৩২ মিনিট৷ অর্থাৎ, সংসদ পরিচালনা করতে প্রতি মিনিটে গড়ে ৭৮ হাজার টাকা খরচ হওয়ার কারণে এই ২২২ ঘণ্টায় মোট অপচয় হয় ১০৪ কোটি ১৮ লাখ টাকা৷
সংসদ সদস্য হিসেবে একজন এমপি মাসিক ভিত্তিতে সম্মানী বাবদ ২৭ হাজার, আপ্যায়ন ৩ হাজার, এলাকা ভাতা ৭ হাজার ৫০০, গাড়ি বাবদ ৪০ হাজার টাকাসহ বিভিন্ন ভাতা মিলিয়ে প্রায় এক লাখ টাকার বেশি সুবিধা ভোগ করেন৷ এ হিসাবে তারা এক কার্যদিবসের জন্য ৩ হাজার ৫৫৮ টাকা ভোগ করেন৷ কিন্তু নবম সংসদে সরকার দলীয় ৬০ শতাংশ সাংসদ সংসদে দুই তৃতীয়াংশ কার্যদিবস উপস্থিত না থেকেই সম্পূর্ণ গ্রহণ করেছেন৷
সংবাদ সম্মেলনে জানানো হয়, নবম সংসদে আইন প্রণয়নে মোট সময়ের মাত্র ৮ ভাগ সময় ব্যয় করা হয়েছে৷ এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আইন মাত্র ৩ থেকে ৪ মিনিটের আলোচনায় পাস হয়েছে৷ এর ফলে দেশের সাধারণ মানুষ ৰতিগ্রসত্ম হচ্ছে৷ সংসদ সদস্যদের নিয়ম নীতির মধ্যে আনতে আইন করা যেতে পারে৷
টিআইবি-র ট্রাস্টি এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারে উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান ডয়চে ভেলেকে বলেন, ‘‘জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্যরা দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন৷ তাঁদের উচিত, ঠিকমত দায়িত্ব পালন করা৷ তাঁরা ঠিকমত দায়িত্ব পালন না করায় দেশের সাধারণ মানুষের অর্থের অপচয় হচ্ছে৷''
তিনি বলেন, ‘‘আরো লক্ষণীয় যে সংসদ সদস্যদের যে মূল কাজ, সেই আইন প্রণয়নে তাঁরা সময় দিচ্ছেন না৷ কয়েক মিনিটেই আইন পাশ হয়ে যাচ্ছে, যা স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে৷ এর সঙ্গে সঙ্গে সাংসদরা তাঁদের পদের প্রতি অবিচারও করছেন৷''
হাফিজউদ্দিন খান বলেন, ‘‘সংসদ সদস্যদের উচিত নিজ থেকেই দায়িত্বশীল হওয়া৷ এছাড়া দলের পক্ষ থেকে তাঁদের দায়িত্বশীল হওয়ার জন্যও চাপ দেয়া উচিত৷ এক্ষেত্রে হুইপরা তাঁদের সতর্ক করতে পারেন৷ প্রয়োজনে আইনও করা যায়৷ অবহেলার জন্য জরিমানার বিধান করা যেতে পারে, যদিও বিষয়টি সংসদ সদস্যদের জন্য অপমানজনক হতে পারে৷''
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ভিন্ন এক প্রশ্নের জবাবে টিআইবি-র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘‘বর্তমানে যে সংসদ রয়েছে তা বিরোধী দল বিহীন সংসদ৷ আর বিরোধী দল বিহীন সংসদ কোনোদিনই দীর্ঘস্থায়ী হবে না৷ বর্তমান সংসদে আক্ষরিক অর্থে বিরোধী দল রয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে কোনো বিরোধী দল নেই৷ দেশের স্বার্থে আমাদের দ্রুত এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে৷''