1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
বিচার ব্যবস্থাবাংলাদেশ

কোন বিচারে ছাড়?

তায়েব মিল্লাত হোসেন
তায়েব মিল্লাত হোসেন
৮ ডিসেম্বর ২০২৩

ভোটের মাঠে নেই বিএনপি৷ আওয়ামী লীগের সামনে সহজ সহজ প্রতিপক্ষ৷ আবার এদের প্রায় সবার সঙ্গে জোট, মহাজোট, মিতালির মাধ্যমে টানা তিন দফায় সরকারি দল তারা৷

https://p.dw.com/p/4Zvsx
বাংলাদেশের জাতীয় সংসদ ভবন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে নেই বিএনপি৷ তাই আওয়ামী লীগের সামনে সহজ প্রতিপক্ষ৷ ছবি: picture-alliance/dpa/Dinodia Photo Library

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঘোষিত তফসিল ঠিক থাকলে গণরায়ের আগেই ধারণা করা যায় যে, কোন দল জয়ী হতে চলেছে, কারা গঠন করবে সরকার৷ কিন্তু দশম, একাদশে ভোটের আগেই যেমন জাতীয় পার্টিকে সংসদের প্রধান বিরোধীদল হিসেবে চিহ্নিত করা সম্ভব হয়েছিলো, এবার বিষয়টি কেমন যেন ঘোলাটে হয়ে আছে৷ এই কারণেই মনোনয়নের আগেই নির্বাচনি রেলগাড়ি থেকে পুত্রসমেত ছিটকে পড়েছেন রওশন এরশাদ৷ এই ধাপে এসে শেখ হাসিনার আওয়ামী লীগ ও জিএম কাদেরের জাপার ভোটের ‘বোঝাপড়া' কীভাবে হবে, সেটা স্পষ্ট হয়নি৷ নৌকার প্রতীকের দলটি নিজেদের প্রার্থী ঘোষণার দিন শুধু লাঙ্গলের জন্য ছাড় দিয়ে রেখেছে নারায়ণগঞ্জ-৫ আসন৷ যেখানে জাপা প্রার্থী দিয়েছে বর্তমান সংসদ সদস্য সেলিম ওসমানকে৷

পরিস্থিতি বিচারে ধন্দের মধ্যে পড়ে গেছে ১৪ দলীয় জোটে থাকা আওয়ামী লীগের ১৩ শরিকও৷ নৌকায় চড়ে ভোটের বৈতরণী পার হওয়া যাবে কি-না এ নিয়ে তাদের অপেক্ষার প্রহর যেন বাড়িয়েই চলেছেন জোট প্রধান৷ মনোনয়ন ঘোষণার শুরুতেই শুধু একটি আসন জোট-শরিকের জন্য খালি রাখে আওয়ামী লীগ৷ কুষ্টিয়া-২ আসনে নৌকা প্রতীকে ১৪ দলীয় জোটের সেই প্রার্থী হাসানুল হক ইনুর কাছেও পুরো পরিস্থিতি ‘বিভ্রান্তিকর'৷ ডয়চে ভেলের এক সাক্ষাৎকারেই তিনি জানিয়েছেন, জোটের ভোটের সব হিসাব মনোনয়ন দাখিলের আগে করে নিলেই ভালো হতো৷

জাসদ প্রধান ইনু নিজের হিসাবটা আগে বুঝে পেলেও নৌকার মনোনয়ন প্রশ্নে ঝুলে থাকতে হচ্ছে রাশেদ খান মেননকে৷ চলতি সংসদে তিনি যে আসনের সদস্য সেই ঢাকা-৮ আসনে এবার নৌকার মাঝি হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম৷ ঢাকায় না হলে বরিশালে হবে- তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রধান মেনন সবশেষ বলেছেন, ‘আমরা অপেক্ষায় আছি'৷ একাদশ সংসদীয় ভোটে নৌকায় চড়া বিকল্পধারা বাংলাদেশ নেতাদের অনিশ্চয়তা আপাতত তার চেয়েও বেশি মনে হচ্ছে৷

এদিকে ‘কিংস পার্টি' হিসেবে এবার আলোচনায় আসা তৃণমূল বিএনপি, বিএনএম, বিএনপির আন্দোলন ফেলে আসা কল্যাণ পার্টি ভোটের মাঠে ‘ডামি', নাকি আওয়ামী লীগের ছাড়ে সংসদে যাওয়ার সুযোগ পাবে- তা-ও পরিস্কার নয়৷ কারণ তাদের আসনগুলোয় আওয়ামী লীগও প্রার্থী দিয়েছে৷

দ্বাদশ সংসদে সদস্য হিসেবে যাওয়ার দৌঁড়ে এখন অবধি সবচেয়ে ভাগ্যবান ব্যক্তির নাম শাহজাহান ওমর৷ সমাবেশ-হরতাল-অবরোধে নাশকতার মামলায় বিএনপির অন্য শীর্ষনেতারা জামিন না পেলেও তিনি মুক্তি পান৷ এর পরদিনই বিএনপি ছেড়ে যোগ দেন আওয়ামী লীগে৷ পেয়ে যান ঝালকাঠি-১ আসনে নৌকার মনোনয়ন৷ বলা যায় নৌকা থেকে নামিয়ে দেন এবারও তার আগেভাগে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া চলতি সংসদের সদস্য বজলুল হক হারুনকে৷ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বৈধতা পেয়ে শাহজাহান ওমর যান নির্বাচনী এলাকায়৷ সেখানে নির্বাচন আচরণবিধির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিলে কোমড়ে পিস্তল, পাশে বন্দুক রেখে করেন সমাবেশ৷ এ অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েই দায়িত্ব শেষ করেছে জেলা নির্বাচনি অনুসন্ধান কমিটি৷ এর পরদিন শাহজাহান ওমর ঢাকায় দেখা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে৷ সেখান থেকে বের হয়ে সাক্ষাৎ বিষয়ে প্রশ্নের জবাব না দিয়ে বাজে আচরণ করেন সাংবাদিকদের সঙ্গে৷

তায়েব মিল্লাত হোসেন, সাংবাদিক
তায়েব মিল্লাত হোসেন, সাংবাদিকছবি: Privat

এর কিছুদিন আগে চট্টগ্রামেও সাংবাদিকদের দিকে তেড়ে আসতে দেখা গেছে নৌকার আরেকজন প্রার্থীকে৷ সেখানে চট্টগ্রাম-১৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী মনোনয়নপত্র জমা দিতে এসে দলবলসহ সাংবাদিকের ওপর হামলা করেন৷ তাকে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন বিষয়ক প্রশ্নই করা হয়েছিলো৷ সেটা শুনে আচরণের বলা যায় চূড়ান্ত লঙ্ঘনই করেন৷ এ অবস্থায় মোস্তাফিজুর রহমান চৌধুরীর মনোনয়ন বাতিলের জন্য আওয়ামী লীগের প্রতি দাবি জানিয়েছে একাধিক সাংবাদিক সংগঠন৷ কিন্তু দল যেমন তাকে বহাল রেখেছে, তেমনি এরইমধ্যে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা৷

প্রভাবশালী-প্রতাপশালী যাদের বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসছে, তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েই নিজেদের দায় শেষ করছে নির্বাচন কমিশনের জেলা স্তরের সংশ্লিষ্ট কর্তারা৷ অভিযুক্তরাও নোটিশের জবাব দিয়েই রেহাই পেয়ে যাচ্ছেন৷ বিধি লঙ্ঘনের শাস্তি হিসেবে, কারো ৫০ হাজার টাকা জরিমানা বা ৬ মাসের কারাদণ্ড- এমন ঘটনা দেখা যায়নি৷

 

দুই.

প্রধান প্রতিপক্ষ বিএনপিহীন নির্বাচনে এবার আগেই ডামি প্রার্থীদের উৎসাহ দিয়ে দশম সংসদ নির্বাচনের সেই ১৫৩ জনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাওয়ার সমালোচনা এড়াতে চেয়েছে আওয়ামী লীগ৷ ২০১৪ সালে ‘খুশিতে, ঠেলায়, ঘোরতে' ভোট দেওয়ার যে নেতিবাচক প্রবণতা- সেটাও চায় না সরকারি দল৷ চায় না ২০১৮ সালে ‘রাতের ভোট' জাতীয় কোনো প্রসঙ্গ তৈরি হোক এবারের ভোট ঘিরে৷

তবে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে বিএনপির বড় একটি অংশকে দলছুট করে ভোটে আনার বিষয়টি লক্ষ্যের আংশিক পূরণ করতে পেরেছে মাত্র৷ মেজর (অব.) হাফিজকে নিয়ে গুঞ্জন আলোর মুখে দেখেনি৷ এই নেতা নিজেই এতে পানি ঢেলে দেন৷ কল্যাণ পার্টি, তৃণমূল বিএনপি, বিএনএম- বিব্রত করলেও বিএনপিকে বড় ধাক্কা দিতে পারেনি৷ অবশ্য এতে আপাতত আওয়ামী লীগের তেমন ক্ষতি-বৃদ্ধি নেই৷ কারণ সরকারি দলের আসল প্রতিপক্ষ হিসেবে বিএনপি যেভাবে আছে, সেভাবে তারা ভোটের আয়োজন পণ্ড করে দিতে পারবে- সেই আত্ববিশ্বাস তাদের মধ্যে নেই৷ জনসম্পৃক্ততার ঘাটতি বহাল থাকায় দলটির চলতি হরতাল-অবরোধ অনেকটা অকেজো হয়ে পড়েছে৷ বড় বড় নেতা কারাবন্দী৷ যারা বাইরে তাদের অনেকেই আত্মগোপনে৷ মাঠের রাজনীতিতে নেতৃত্বশূন্যতা দৃশ্যমান৷ একই সময়ে জাতীয় নির্বাচন ঘিরে পুরোদমে মাঠে আওয়ামী লীগ৷ আপাতত ‘ডামি', ‘কিংস পার্টি', ‘বোঝাপড়ার বিরোধী' ও প্রকৃত ‘বিদ্রোহী' নিয়ে ভোটের বৈতরণী পার হতে ব্যস্ত নৌকার মাঝিরা৷ কিন্তু দেশি-বিদেশি তদারককারীদের সামনে ভোট নিয়ে ভোটারদের আগ্রহ থাকার বিষয়টি তুলে ধরার চ্যালেঞ্জ যতোটা না নির্বাচন কমিশনের তারও চেয়ে বেশি সরকারি দলের৷ কারণ দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব- এটা গত এক দশকে সজোরে বলতে পারেনি আওয়ামী লীগ৷ যদিও এর জন্য বিএনপির দিকেই অভিযোগ তাদের৷ যেখানে তারা বলে থাকে, আসল প্রতিপক্ষ বিএনপি কখনো ভোটে অংশ নেয় না, আবার নিলেও মাঠে লেগে থাকে না শেষ সময় অবধি৷

যে ভোটে নৌকার বিপরীতে নেই ধানের শীষ, সেই ভোটের সময়ে নির্বাচন ও রাজনীতি নিয়ে ভোটারদের আগ্রহ নিঃসন্দেহে বেড়েছে৷ অনলাইনের বিভিন্ন মাধ্যমে চোখ রাখলেই এর প্রমাণ মেলে৷ কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা একই আগ্রহ নিয়ে ভোটকেন্দ্রে আসবে তো? নাকি আন্দোলনের মাঠের মতো ভোটের মাঠ নিয়েও অনাগ্রহ তৈরি হয়েছে আমজনতার?

 

তায়েব মিল্লাত হোসেন
তায়েব মিল্লাত হোসেন সাংবাদিক
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য