1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদায় মারাদোনা'র

১১ জুলাই ২০১২

দুই বছরের চুক্তি সত্ত্বেও দুবাইয়ের আল ওয়াসাল ক্লাব মঙ্গলবার কোচ হিসেবে আর্জেন্টিনার দিয়েগো মারাদোনা'কে বহিষ্কার করেছে৷ ক্লাবের ব্যর্থতা ও পরিচালন বোর্ডে পরিবর্তনের জের ধরেই এই সিদ্ধান্ত৷

https://p.dw.com/p/15VBl
ছবি: dapd

ফুটবল জগতের কিংবদন্তী পুরুষ৷ সাফল্য হোক বা ব্যর্থতা হোক, দিয়েগো মারাদোনা'কে ঘিরে আগ্রহ, উচ্ছ্বাস, উন্মাদনা কম নয়৷ চরম ব্যর্থতার পরেও তিনি মাথা তুলে দাঁড়িয়েছেন বার বার৷ এবার এলো আরেক ধাক্কা৷ দুবাই'এর আল ওয়াসাল ক্লাব কোচ হিসেবে মারাদোনা'কে বহিষ্কার করলো৷

২০১১ সালের মে মাসে আল ওয়াসাল ক্লাবের সঙ্গে দুই বছরের চুক্তি করেছিলেন মারাদোনা৷ কিন্তু মঙ্গলবারই ক্লাবের কর্মকর্তারা তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নিলেন৷ সঙ্গে বিদায় নিতে হবে সেই সব কর্মীদেরও, যারা ‘টেকনিক্যাল স্টাফ' হিসেবে মারাদোনার সঙ্গে কাজ করছিলেন৷

এই ঘটনা আসলে পুরোপুরি অপ্রত্যাশিত নয়৷ জুন মাসেই ক্লাবের পরিচালন বোর্ডের সব সদস্য একযোগে পদত্যাগ করার পরই শোনা যাচ্ছিল মারাদোনা'কেও হয়তো বিদায় নিতে হবে৷ বিশেষ করে ক্লাবের সভাপতি ও মারাদোনা সমর্থক মারওয়ান বিন বায়াত'এর বিদায়ের ফলে পরিস্থিতি বদলে যায়৷ নতুন বোর্ড গঠন করার পর অবশ্য নতুন সভাপতি ড.মহম্মদ আহমেদ বিন ফায়াদ এক সংবাদপত্রের সঙ্গে সাক্ষাৎকারে বলেন, ‘‘মারাদোনা আল ওয়াসাল টিমের প্রধান কোট এবং আগামী মরসুমেও তিনি কাজ করবেন৷ আগামী মরসুমের কর্মসূচির উপর তাঁর সম্পূর্ণ কর্তৃত্ব থাকবে৷ তাঁর পদের কোনো পরিবর্তন হবে না৷''

WM Südafrika 2010 Argentinien vs Südkorea NEU
গত বিশ্বকাপেও কোচ হিসেবে কোন সফলতা দেখাতে পারেননি মারাদোনাছবি: AP

ঘটনা হলো, আল ওয়াসাল ক্লাব চলতি মরসুমে তেমন জয়ের মুখ দেখে নি৷ সংযুক্ত আরব আমিরাতের পেশাদারী ফুটবল লিগে ১২টি ক্লাবের মধ্যে আল ওয়াসাল ৬ থেকে তালিকার ৮ নম্বর অবস্থানে নেমে গেছে৷ আরও বেশ কিছু ব্যর্থতার মুখ দেখতে হয়েছে ক্লাব'কে৷ গোলকিপার হিসেবে মাজিদ নাসের নামের বিতর্কিত এক খেলোয়াড়কে বাছাইয়ের কারণেও মারাদোনার সমালোচনা করা হয়েছে৷

১৯৮৬ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক হিসেবে মারাদোনা গোটা বিশ্বে তারকা হয়ে ওঠেন৷ ইটালি ও স্পেনে ক্লাব পর্যায়ের ফুটবলেও তিনি একাধিক চমকের সৃষ্টি করেছেন৷ কিন্তু কোচ হিসেবে মারাদানো মোটেই সাফল্য দেখাতে পারছেন না৷ ১৯৯৪ ও ১৯৯৫ সালে তিনি কিছুদিনের জন্য আর্জেন্টিনার দু'টি ক্লাবে কোচ হিসেবে কাজ করেছিলেন৷ ২০১০ সালে আর্জেন্টিনা দল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলে হেরে যায়৷ জাতীয় কোচ হিসেবে তাঁর এই ব্যর্থতার কড়া সমালোচনা করা হয়েছিল সেদিন৷

এসবি / ডিজি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য