1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কেনিয়াতে ওবামার জয়োত্‌সব

রিয়াজুল ইসলাম৪ নভেম্বর ২০০৮

হোয়াইট হাউসে যাওয়ার দৌঁড়ে কে জিতবেন সেদিকেই এখন গোটা বিশ্বের নজর৷ ওবামা ও ম্যাককেইনের সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নির্বাচনের ফলাফলের জন্য৷

https://p.dw.com/p/FnKq
আমেরিকা থেকে হাজার কিলোমিটার দুরের দেশ কেনিয়াতে এখনই চলছে বারাক ওবামার জয়োত্‌সব‍ছবি: AP

কিন্তু আমেরিকা থেকে হাজার কিলোমিটার দুরের দেশ কেনিয়াতে এখনই চলছে বারাক ওবামার জয়োত্‌সব‍৷

ওবামার পিতা ছিলেন কেনিয়ার নাগরিক৷ তার গ্রাম কোগেলোতে গত কয়েকদিন ধরে চলছে উত্‌সবের আমেজ৷ সেখানকার রাস্তার পাশে এখন শোভা পাচ্ছে ওবামার বড় আকারের বিলবোর্ড৷ কোগেলোর স্থানীয় ঘড়ির কাটা ঘুরিয়ে যুক্তরাষ্ট্রের সময়ের সঙ্গে ঠিক করা হয়েছে৷ মার্কিন নির্বাচনের খবরাখবর দেখানোর জন্য ইতিমধ্যে সেখানে বসানো হয়েছে বিশাল আকারের টেলিভিশন৷

ওবামার সত্ ভাই মালিক ওবামার স্থির বিশ্বাস এবারের নির্বাচনে বারাক ওবামার বিজয় নিশ্চিত৷ তিনি জানালেন বারাক ওবামার বিজয় উদযাপনের জন্য তারা সবাই ওবামার সত্ মা সারাহ ওবামার বাড়িতে এসেছেন৷ সেখানে ওবামার অনেক আত্মীয় স্বজনও রয়েছেন৷ তারা ওবামার বিজয়ের জন্য বিশেষ প্রার্থনারও আয়োজন করেছেন৷

এদিকে ইতিমধ্যে বাড়ির আশপাশে নিরাপত্তা বাহিনীও মোতায়েন করা হয়েছে৷

উল্লেখ্য, বারাক ওবামার পিতা যুক্তরাষ্ট্রে পড়াশোনার সময় ওবামার মা এ্যান ডুনহামকে বিয়ে করেন৷ ওবামার শিশুকালেই তার পিতা কেনিয়াতে ফিরে যান৷ পরে এক গাড়ি দুর্ঘটনায় মারা যান তিনি৷ অনেকেই মনে করছেন বারাক ওবামা প্রেসিডেন্ট নির্বাচিত হলে মার্কিন পররাষ্ট্র নীতিতে কেনিয়ার অবস্থান অনেক ওপরের দিকে চলে আসবে৷