1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কেনিয়া পুত্রের হোয়াইট হাউজ জয়

মারিনা জোয়ারদার৫ নভেম্বর ২০০৮

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জয়ের উচ্ছাস ছড়িয়ে পড়েছে সর্বত্র৷ কেনিয়ার কোগেলো গ্রামেও তার কমতি নেই৷ হাজার হাজার গ্রামবাসী জড়ো হয়েছে বারাক ওবামার গ্রামের বাড়ীতে৷ সবাই নেচে গেয়ে উত্‌সব পালন করছে৷

https://p.dw.com/p/Fnij
ওবামার সমর্থনে ...ছবি: AP

সেই উত্‌সবের মধ্যমণি বারাক ওবামা, তাঁর জয়৷

সবার আনন্দে নাচে আর গানে মুখরিত কেনিয়ার বাতাস৷ সবার গানের সুর, ছন্দ এবং মুর্ছনা একটাই – বারাক ওবামা৷ কোগেলো হচ্ছে সেই গ্রাম যেখানে বারাক ওবামা বসবাস করতেন এবং যেখানে তাঁর বাবা জন্মেছিলেন৷ বারাক ওবামার দাদী এখনো সেখানে বসবাস করেন৷ নির্বাচনের এই আনন্দ উত্‌সবে তাঁকে ঘিরে সবাই ঢোল বাজাচ্ছে, চিত্‌কার করে গান গাইছে৷

Jubel in Kenia von Familie Barack Obama zum Wahlsieg
কেনিয়া পুত্রের হোয়াইট হাউজ জয়ছবি: AP

পাদ্রী ওয়াশিংটন অবোনয়ো বলেন, সিনেটর ওবামা এখন আমাদের নতুন প্রেসিডেন্ট৷ তিনি জানান তিনি বিশেষ ভাবেবারাক ওবামার জয়ের জন্য প্রার্থণা করেছি এবং সে প্রার্থণা খোদা শুনেছে৷

কোগেলো গ্রামের জোসেফ ওটিয়েনো জানায়, আমি এত খুশী হয়েছি যে আমি তা ভাষায় প্রকাশ করতে পারবো না৷ আমি সারারাত ঘুমাইনি৷ আমি, আমার স্ত্রী আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম ফলাফলের জন্য৷ যেহেতু বারাক ওবামা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে সে কারণে আজ আমার বাড়ীতে পার্টি হবে৷ বারাক ওবামা সব কিছু পাল্টে দেবেন৷ এই উত্‌সব এই আনন্দ শুধু আমেরিকার একার নয়, কেনিয়ারও৷

Wahlsieg Rede Barack Obama Chicago Präsidentschaftswahl
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাছবি: AP

উল্লেখ্য এরকম একটি উত্‌সব থেকে কোন অবস্থাতেই যেন বাচ্চারা বাদ না পড়ে সে জন্য বেশ কিছু স্কুলের ছাত্র-ছাত্রীদের কোগেলো গ্রামে নিয়ে যাওয়া হয়৷ শিক্ষকরা জানান, বাচ্চাদের দেখা উচিত্, শেখা উচিত্ অসম্ভব বলে কিছু নেই৷

টম নিয়ানজং একজন শিক্ষক৷ সে বলল, নিরপেক্ষ নির্বাচনের ফলেই এই জয় সম্ভব হয়েছে৷ আমরা বেশ চিন্তিত ছিলাম৷ কেনিয়া অনেক সমস্যায় জর্জরিত কিন্তু বারাক ওবামা এবং আমেরিকা দেখিয়ে দিয়েছে গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্রের অর্থ কী৷

কেনিয়ার বিভিন্ন রেস্টুরেন্ট, দোকান-পাট সব জায়গাতেই ছড়িয়ে পড়েছে এই আনন্দ৷ ওয়াল্টার ওয়ো জানান, এই বিজয় আমাদেরও বৈকি ! নতুন প্রেসিডেন্টের উচিত্ কেনিয়ার দিকে দৃষ্টি রাখা৷ আফ্রিকার দরিদ্রদেগুলোকে সাহায্য করা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য