1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কৃষকের ক্ষতি করায় বিশাল অংকের জরিমানা

১৭ ফেব্রুয়ারি ২০২০

অ্যামেরিকার এক কৃষকের ফসলের ক্ষতি হওয়ায় সাড়ে ২৬ কোটি ডলার বা প্রায় আড়াই হাজার কোটি টাকার মাশুল গুনতে হবে জার্মান প্রতিষ্ঠান বায়ার এবং বিএএসএফকে৷ মার্কিন আদালত সম্প্রতি তাদের বিরুদ্ধে এমন রায় দিয়েছে৷

https://p.dw.com/p/3Xt0v
USA Bayer und BASF sollen Millionenstrafe wegen Dicamba zahlen | Bill Bader
ছবি: Imago-Images/ZUMA Press/B. Gray

ফসলের ক্ষতি হওয়ায় যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কৃষক বিল বেডার মামলা ঠুকে দিয়েছিলেন জার্মান কৃষি রাসায়নিক প্রস্তুতকারী বায়ার এবং বিএএসএফ-এর বিরুদ্ধে৷ পাশের একটি খামারে ব্যবহৃত এই প্রতিষ্ঠানগুলোর আগাছানাশক উপাদানে ঐ কৃষকের ফসলের ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি৷

বিচারক দেড় কোটি ডলারের ক্ষতিপূরণের পাশাপাশি ২৫ কোটি ডলার জরিমানা করেছে কোম্পানি দুটিকে৷ তবে অভিযোগ অস্বীকার করে তারা এর বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত জানিয়েছে৷ বিবৃতিতে প্রতিষ্ঠান দুটি দাবি করেছে, নির্দেশিকা অনুযায়ী ব্যবহার সাপেক্ষে তাদের আগাছানাশক রাসায়নিক সম্পূর্ণ নিরাপদ৷

উল্লেখ্য ১৮৬৩ সালে যাত্রা করা বায়ার বিশ্বের বড় ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর একটি৷ তাদের বিরুদ্ধে বর্তমানে ১৪০টিরও বেশি মামলা ঝুলছে৷ ২০১৮ সালে ছয় হাজার ৩০০ কোটি ডলারে মার্কিন কৃষি রাসায়নিক প্রস্তুতকারক মনসানটোকে কিনে নেয় তারা৷ মূলত এই কোম্পানির নিয়েই এখন বিভিন্ন মামলায় লড়তে হচ্ছে বায়ারকে৷ তারই প্রথমটির রায়ে সাড়ে ২৬ কোটি ডলারের জরিমানার মুখোমুখি তারা৷

এফএস/এসিবি (ডিপিএ, রয়টার্স)