1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাইডেনের কড়া বার্তা

৫ এপ্রিল ২০২৩

আর্টিফিশিয়েল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট ইতিমধ্যে সাময়িকভাবে বন্ধ রেখেছে ইটালি৷ ক্যানাডায় শুরু হয়েছে তদন্ত৷

https://p.dw.com/p/4Pj2n
চ্যাট জিপিটি প্লাসের প্রতীকী ছবি
চ্যাট জিপিটি প্লাসের প্রতীকী ছবিছবি: Jonathan Raa/NurPhoto/IMAGO

এমন এক সময়ে এআই চ্যাটবট সম্পর্কে খুব কঠোর এক বার্তা এলো জো বাইডেনের কাছ থেকে৷

 বিশ্বের বেশ কিছু দেশেই এখন প্রশ্নের মুখে পড়েছে এআই চ্যাটবট৷ মূল অভিযোগ- বিনা অনুমতিতে নানা ধরনের তথ্য সংগ্রহ, ব্যবহার এবং প্রকাশ করে ব্যক্তি এবং রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করা৷ এসব অভিযোগ ওঠায়  যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ওপেনএআই-এর বিরুদ্ধে তদন্ত ইতিমধ্যে শুরু করেছে ক্যানাডা৷ মঙ্গলবার সে দেশের প্রাইভেসি কমিশনার ফিলিপ ডুফরেসনে তদন্তের বিষয়টি নিশ্চিত করেন৷

কৃত্রিম বুদ্ধিমত্তার বাড়বাড়ন্তের এ সময়ে গোপনীয়তা রক্ষা না করে নিরাপত্তা ঝুঁকিতে ফেলার অভিযোগ তদন্তে কোনো সময় ব্যয় করেনি ইতালি৷ তার আগেই কঠোর অবস্থান নিয়েছে দেশটি৷ গত সপ্তাহে বিশ্বের প্রথম পশ্চিমা দেশ হিসেবে  এআই চ্যাটবট সাময়িকভাবে ব্লক করে দিয়েছে তারা৷

মঙ্গলবার বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক সম্মেলনে আলোচনার কেন্দ্রে ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উপকারিতা ও চ্যালেঞ্জ৷ সেখানে কনভেনরের বক্তব্যে

তিনি বলেন, ‘‘অসুখবিসুখ এবং জলবায়ু পরিবর্তনের মতো কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় এআই খুব সহায়ক ভূমিকা রাখতে পারে, তবে তারা যে আমাদের সমাজ, অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার বিষয়ে হুমকি তৈরি করছে, সেই দিকেও নজর দিতে হবে তাদের৷''

এসিবি/ কেএম (এএফপি, এপি, রয়টার্স)