‘মেসি ম্যাজিক’
১২ ডিসেম্বর ২০১২গত রবিবার বার্সেলোনার তথা আর্জেন্টিনার লিওনেল মেসি এক মরশুমে সর্বাধিক গোল করার রেকর্ডটি ভাঙেন৷ বিগত ৪০ বছর ধরে সেই রেকর্ডের অধিকারী ছিলেন জার্মানির গের্ট ম্যুলার, যাঁকে তাঁর ফ্যানরা আদর করে ‘বম্বার' বলে ডাকতো৷ মেসি তাঁর রেকর্ড ভাঙায় ম্যুলার জার্মান টেলিভিশনে বলেছেন, ‘‘বিশ্বের সেরা খেলোয়াড় আমার রেকর্ড ভেঙেছে, আমি তার হয়ে আনন্দ বোধ করছি৷ ও একটা অবিশ্বাস্য খেলোয়াড়, অসাধারণ৷ ওর একমাত্র ভুল হলো বায়ার্ন মিউনিখের হয়ে না খেলা৷'' এমনকি ম্যুলার এ'ও বলেছেন যে, মেসি এই মরশুমে আরো একটা কি দু'টো বেশি গোল করবে৷ এরপর আগামী চল্লিশ বছর ধরে মেসিরও ঐ রেকর্ড বজায় থাকবে, বলে তিনি আশা প্রকাশ করেন৷
ওদিকে মেসি যখন বার্সার অ্যাকাডেমিতে ছিলেন, তখন বার্সেলোনার হালের কোচ ভিলানোভা সেই অ্যাকাডেমির প্রশিক্ষক৷ ভিলানোভা বলেছেন, ‘‘সে আমলে ওকে যখন খেলতে দেখতাম, তখন ভালো লাগতো৷ আর আজ এই বয়সে ওকে খেলতে দেখলেও ভালো লাগে৷'' অর্থাৎ পেশাদারি হওয়াটা মেসির খেলার ওপর কোনো ছাপ রাখতে পারেনি৷
খেয়াল করা দরকার, মেসি কিন্তু তাঁর সদ্যার্জিত কিংবা আগামী রেকর্ডগুলির দরুণই মেসি নন৷ ভিলানোভার বক্তব্যটা অনুধাবন করলে বোঝা যায়, ভিলানোভা বলছেন, মেসি তার খেলার ধরণের জন্যই মেসি৷ রেকর্ডগুলো গৌণ৷ অথচ মেসির বয়স এখন মাত্র পঁচিশ৷ বাকি ফুটবলার জীবনে তিনি যে আরো অনেক রেকর্ড ভাঙবেন, সেটা ধরেই নেওয়া যায়৷
লা লিগায় তিনি বার্সার হয়ে ইতিমধ্যেই ১৯২টা গোল করেছেন, যা বার্সেলোনার ইতিহাসে একটি চিরকালের রেকর্ড৷ চ্যাম্পিয়ন্স লিগে মেসি গত চার মরশুম ধরে টপ স্কোরার৷ চ্যাম্পিয়ন্স লিগে মেসি এযাবৎ সর্বসাকুল্যে ৫৬টি গোল করেছেন, যার ফলে তিনি রেকর্ডধারী রাউলের পরই দ্বিতীয় স্থানে৷ রাউলের মোট গোলসংখ্যা হল ৭১৷ তবে আর্জেন্টিনার জার্সি গায়ে এ পর্যন্ত সর্বাধিক গোল করেছেন গাব্রিয়েল বাতিস্তুতা৷ সেক্ষেত্রে মেসি স্বদেশের জন্য করেছেন ৩১টি গোল৷
এসি/ডিজি (ডিপিএ, রয়টার্স)