কাশ্মীরে বিজেপি নেতাকে মারল জঙ্গিরা
৯ জুলাই ২০২০থানার পাশেই একটি দোকানের সামনে রাতে বসেছিলেন বিজেপি নেতা শেখ ওয়াসিম বারি, তাঁর বাবা বশির আহমেদ এবং ভাই উমর বশির। সেই সময় সন্ত্রাসবাদীরা মোটরসাইকেলে করে এসে নির্বিচারে গুলি চালায়। সন্ত্রাসবাদীরা খুব কাছ থেকে গুলি চালিয়েছিল। তিনজনেরই মাথায় গুলি লাগে। তিনজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁরা মারা যান।
বশিরের সুরক্ষার জন্য রাজ্য প্রশাসন আটজন নিরাপত্তারক্ষী দিয়েছিল। কিন্তু আক্রমণের সময় একজন নিরাপত্তারক্ষীও সেখানে ছিলেন না। ঘটনার পর আটজন রক্ষীকেই দায়িত্বে অবহেলার জন্য গ্রেপ্তার করা হয়েছে। কাশ্মীর পুলিশের আইজি জানিয়েছেন, ''আমরা এই আটজনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছি।''
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং টুইট করে জানিয়েছেন, ''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাতে পুরো ঘটনা জেনেছেন। তিনি শেখ ওয়াসিমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।'' বিজেপি সভাপতি জে পি নাড্ডা বলেছেন, ''শেখ ওয়াসিমের মৃত্যু দলের কাছে বিশাল ক্ষতি।'' জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও শোক প্রকাশ করেছেন। পিপলস ডেমোক্রেটিক দলের তরফেও বলা হয়েছে, কাশ্মীরে রাজনৈতিক কর্মীদের টার্গেট করা হচ্ছে। তাঁরা মারা যাচ্ছেন। শেখ ওয়াসিমের মৃত্যু দুঃখজনক। কাশ্মীরে আইন ও শৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে।
কাশ্মীরে সম্প্রতি সন্ত্রাসবাদীদের আক্রমণ বেড়েছে। তবে সিআরপিএফ সহ নিরাপত্তা বাহিনীর জওয়ানদের বিরুদ্ধেই তারা মূলত আক্রমণ শানায়। তবে এর আগেও বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছেন। আবার হলেন। এটা কাশ্মীরের বিজেপি নেতা ও কর্মীদের ভয় দেখানোর জন্য করা হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
২০১৯ সালের ছবিঘরটি দেখুন
জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)