1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কান উৎসব

২৮ মে ২০১২

২০০৯ ও ২০১২ – এই নিয়ে দু-দু’বার সেরা ছবির পুরস্কার পেলেন অস্ট্রিয়ার পরিচালক মিশায়েল হানেকে৷ এবারের ছবির নাম ‘আমুর’, ‘লাভ’ বা ভালোবাসা৷ উৎসবে ইউরোপের জয়জয়কার৷

https://p.dw.com/p/153RL
ছবি: Reuters

এমন ভালোবাসার ছবি সহজে দেখা যায় না৷ নায়ক-নায়িকার বয়স আশির কোঠা পেরিয়ে গেছে৷ আচমকা সুখী এই পরিবারে নেমে এলো বিপর্যয়৷ নায়িকার স্ট্রোক হলো৷ এর পরেও ভালোবাসার টান কতটা থাকবে? অসাড় নারীর ভালোবাসার প্রকাশই বা কীভাবে ঘটতে পারে? অসাধারণ মুন্সিয়ানার সঙ্গে ঠিক এই আত্মিক ভালোবাসাই পর্দায় ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন হানেকে৷ ফ্রান্সর ৮১ বছর বয়স্ক অভিনেতা জঁ লুই ত্রেতিনিয়ঁ ও ৮৫ বছর বয়স্ক অভিনেত্রী এমানুয়েল রিভা এই দুই চরিত্রে অভিনয় করেছেন৷ হানেকে'র নিজের বয়স ৭০৷ রবিবার রাতে তিনজনেই মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করেন৷ জুরিমণ্ডলী মুগ্ধ৷ তাঁদের হয়ে জঁ পোল গোতিয়ে বলেন, ‘‘সত্যি, অন্য কোনো ছবির মধ্যে আমরা এমন আবেগ খুঁজে পাই নি৷''

Cannes 2012 Bester Schauspieler für Mads Mikkelsen
সেরা অভিনেতা হয়েছেন ডেনমার্কের মাডস মিকেলসেনছবি: Reuters

একেবারে ভিন্ন বিষয় নিয়ে ছবি তৈরি করে ২০০৯ সালের সেরা পুরস্কার জিতে নিয়েছিলেন হানেকে৷ ছবির নাম ‘হোয়াইট রিবন'

৷ প্রথম বিশ্বযুদ্ধের আগে জার্মানির এক গ্রামের ঘটনাকে সাদা-কালো ছবিতে ফুটিয়ে তুলেছিলেন তিনি৷ পরে হিটলারের আমলে নাৎসিদের বর্বরতার বীজ খুঁজে পেয়েছিলেন সেই গ্রামে৷

অ্যামেরিকার ছবিগুলি নিয়ে মাতামাতি সত্ত্বেও এবারের উৎসবে পুরস্কারের ক্ষেত্রে ইউরোপেরই জয়জয়কার৷ মোট ২২টি পুরস্কারের মধ্যে ২১টিই এসেছে এই মহাদেশের ঝুলিতে৷ একমাত্র ব্যতিক্রম মার্কিন পরিচালক বেন সাউটলিন, যিনি সেরা প্রথম চলচ্চিত্রের জন্য ‘কামেরা দর' পুরস্কার পেয়েছেন৷

সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ডেনমার্কের মাডস মিকেলসেন৷ ‘দ্য হান্ট' ছবিতে তিনি এমন এক ব্যক্তির ভূমিকায় অভিনয় করেছেন, যাঁকে অন্যায়ভাবে কোনো শিশুর উপর যৌন অত্যাচারের জন্য অভিযুক্ত করা হয়েছে৷ সেরা অভিনেত্রীর পুরস্কার ভাগ করে নিয়েছেন রুমেনিয়ার ‘বিয়ন্ড দ্য হিলস' ছবির দুই অভিনেত্রী কসমিনা স্ট্রাটান ও ক্রিস্টিনা ফ্লুটুর৷

এবছরের উৎসবে নারী চলচ্চিত্র পরিচালকদের সংখ্যা ছিল নগণ্য৷ এর বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে৷ আয়োজকরা উদ্দেশ্যে আগামী বছর এই চিত্র বদলানোর ডাক দিয়েছে অনেকে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন (এএফপি, ডিপিএ)

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য