1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাঠের অভিনব রূপ দিচ্ছেন সুইডেনের শিল্পী

২২ অক্টোবর ২০২০

পেশায় বিজ্ঞাপন ফটোগ্রাফার হলেও কাঠ দিয়ে অসাধারণ সৃষ্টির কাজে মেতে উঠেছেন সুইডেনের এক মানুষ৷ দেশের সীমা পেরিয়ে তাঁর সৃষ্টিকর্ম দ্রুত সমাদর পেয়েছে৷ খাদ্যের সঙ্গেও যোগসূত্র তৈরি হয়েছে৷

https://p.dw.com/p/3kGRP
কাঠের তৈরি চামচছবি: DW

ডানিয়েল ভেস্টার পেশায় বিজ্ঞাপন ক্ষেত্রের ফটোগ্রাফার৷ মাত্র চার বছর আগে তিনি কাঠ নিয়ে কাজ শুরু করেন৷ তারপর দ্রুত প্রদর্শনী শুরু হলো৷ স্টকহোম, অসলো ও টোকিও শহরেও মানুষ তাঁর সৃষ্টির স্বাদ পেলেন৷ এই শখ সম্পর্কে তিনি বলেন, ‘‘কাঠের একটা আলাদা আবেদন রয়েছে৷ সেটি একইসঙ্গে শক্তিশালী ও শক্ত, আবার নরম ও নমনীয়৷ জীবন্তও বটে৷ আমি এই সব চামচগুলিকে শিল্পকর্ম হিসেবে দেখি৷ এর একটা প্রতীকী দিক রয়েছে, এর পেছনে ভাবনাচিন্তা রয়েছে৷ নির্দিষ্ট এক নান্দনিকতাও রয়েছে৷’’

কাঠ শিল্পী ডানিয়েল ভেস্টার জঙ্গল খুব পছন্দ করেন৷ তিনি বলেন, ‘‘জঙ্গল আমার কাছে এমন এক জায়গা, যেখানে আমি একইসঙ্গে আরাম করতে পারি এবং নিজেকে রিচার্জ করতে পারি৷ আবার প্রেরণাও পাই৷ জঙ্গল সত্যি অসাধারণ৷ এই মুহূর্তে আমি এই লম্বা চামচ নিয়ে কাজ করছি৷ তার জন্য বিচ গাছের এক টুকরো কাঠের প্রয়োজন৷ উজ্জ্বল এই কাঠের মধ্যে দানা কম৷ তবে দেখতে বেশ ফ্যাকাশে হলেও বেশ রাজকীয় এক সৌন্দর্য রয়েছে৷ এবার তাহলে বিচ কাঠই চাই৷ সেটি দিয়ে আমি এক থেকে চারটি দীর্ঘ আকারের টুকরো তৈরি করতে পারি৷’’

পেশাদার ফটোগ্রাফার ডানিয়েলের অন্যরূপ

কাঠের প্রতি এমন ভালবাসা একেবারেই তাঁর একান্ত অনুভূতি৷ অন্যের জন্য কাজ না করে নিজস্ব কিছু করার তাগিদ থেকেই সবকিছু শুরু হয়৷ তিনি একেবারে অন্তরের ভাব প্রকাশ করতে চেয়েছিলেন৷ ডানিয়েল বলেন, ‘‘শুরুতে বস্তু হিসেবে চামচের নানা দিক বোঝার চেষ্টা করেছিলাম৷ প্রথাগত রূপের বদলে ভিন্ন আকারের সন্ধান করছিলাম৷ আমার মতে বস্তুর দীর্ঘ এই আকার আলোর সন্ধান, নস্টালজিয়া বা অতীত সম্পর্কে আকুলতার বহিঃপ্রকাশ৷ আলোর খোঁজে শরীরকে টানটান করে তুলতে হয়৷ সেটা করতে হলে মানুষ নিজের বর্ম খুলে ফেলে, নিজেকে উন্মুক্ত করে৷’’

সুইডেনের বিখ্যাত রাঁধুনী ডানিয়েল বার্লিন দুটি মিশল্যাঁ তারকা অর্জন করেছেন৷ ডানিয়েল ভেস্টার তাঁর রেস্তোরাঁর জন্য কাঠ দিয়ে বাসনপত্র, হাতাখুন্তি, কাঁটাচামচ ইত্যাদির গোটা সেট তৈরি করেছেন৷ শিল্পকর্ম নয়, সেগুলি সত্যি ব্যবহার করা যায়৷ ডানিয়েল বার্লিন বলেন, ‘‘আমার কাছে জাদুময় মনে হয়৷ সত্যি খুব সুন্দর৷ কাঠ প্রায় উধাও হয়ে যাচ্ছে৷ প্রথমে বুঝতেই পারিনি যে বাটিগুলি কাঠের তৈরি৷’’

ইয়েন্স ফন লার্খার/এসবি