1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাটা পা নিয়ে উল্লাস, দুই পক্ষের নেতা গ্রেপ্তার

১৩ এপ্রিল ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর এক ব্যক্তির কাটা পা নিয়ে প্রতিপক্ষের ‘উল্লাস ও স্লোগানের' ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে৷

https://p.dw.com/p/3apHg
প্রতীকী ছবিছবি: bdnews24.com

ওই ভিডিওতে নানা বয়সের একদল লোককে ধারালো অস্ত্র, বল্লম ও লাঠি হাতে ‘জয় বাংলা’ বলে স্লোগান দিতে শোনা যায়৷ তাদের একজন ‘গোড়ালির উপর থেকে বিচ্ছিন্ন করে ফেলা রক্তাক্ত একটি পা' হাতে নিয়ে চলছিল৷ পাশে আরেকজনকে ‘মাথা কেটে নেওয়ার' কথা বলতে শোনা যায়৷

টেলিফোনে ডয়চে ভেলেকে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের এ ঘটনা নিশ্চিত করেন নবীনগর থানার ওসি রঞ্জিত রায়৷

তিনি বলেন, আধিপত্য বিস্তার নিয়ে বীরগাঁও ও কৃষ্ণনগর ইউনিয়নের সাত/আটটি গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে৷ রোববার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন মোবারক নামে এক ব্যক্তির পা কেটে ফেলে৷

‘‘উন্নত চিকিৎসার জন্য ব্রাক্ষ্মণবাড়িয়া জেনারেল হাসপাতল থেকে মোবারককে ঢাকায় পাঠানো হয়েছে৷

‘‘পুলিশ দুই পক্ষের দুই নেতা কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান এবং অপর পক্ষের নেতা আবু কাউসার মোল্লাসহ ৪০ জনকে গ্রেপ্তার করেছে৷’’

ঢাকার কয়েকটি সংবাদমাধ্যম জানায়, জিল্লুর রহমানকে ঢাকার কলাবাগান এলাকা থেকে এবং আবু কাউসারকে আশুগঞ্জ উপজেলার বায়েক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়৷ আবু কাউসার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামের ‘সর্দার’  হিসেবে পরিচিত৷

এছাড়া, রোববার দুপুর থেকে সোমবার ভোর পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকিদের গ্রেপ্তার করা হয়৷ সোমবার স্থানীয় সময় দুপুরে ডয়চে ভেলের সঙ্গে কথা বলার সময় তখনও গ্রেপ্তার অভিযান চলছে বলে জানান ওসি রঞ্জিত৷

দুই পক্ষের সংঘর্ষের সময় পুলিশের এক এসআই ও দুই কনস্টেবল আহত হয়েছেন৷ এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও পুলিশের বরাত দিয়ে জানায় স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম৷

আরআর/এসএনএল/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য