1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাজাখ কোয়ালিফায়ারে স্পেনের মতো খেলতে চায় জার্মানি

২২ মার্চ ২০১৩

শুক্রবার কাজাখস্তানের আস্তানায়, তার চারদিন পরে জার্মানির নুরেমবার্গে খেলা৷ অথচ জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ’এর হাতে কোনো সঠিক স্ট্রাইকার নেই৷ তাই সেন্টার ফরোয়ার্ড দিয়ে কাজ চালানোর কথা ভাবছেন ল্যোভ৷

https://p.dw.com/p/182FY
ছবি: picture-alliance/dpa

গ্যার্ড ম্যুলারের আমল থেকে জার্মান দল এক হিসেবে তাদের স্ট্রাইকার, গোলগেটারদের উপর নির্ভর৷ নয়তো জার্মান দলের খেলা কিছুটা শারীরিক, বাকিটা সলিড ডিফেন্সের ভিত্তিতে চলে, বিশ্ববাসী এই দেখে আসছে বহু দশক ধরে৷ গোল করবে প্রতিভাবান স্ট্রাইকাররা৷ আর গোল আটকাবে বাকিরা, এই ছিল জার্মানির ফুটবল দর্শন৷

সেই দর্শন ধীরে ধীরে পাল্টে দিয়েছেন জার্মান কোচ ইওগি ল্যোভ৷ তিনি জার্মান দলকে একটি বিদ্যুৎগতি সম্পন্ন, তরুণ একাদশে পরিণত করেছেন, যারা গোল দিতে ব্যস্ত, যতো গোল দিল, তার চেয়ে কম গোল খেলেই তারা খুশি৷ কিন্তু এবার আরো এক ধাপ এগনোর জন্য প্রস্তুত ল্যোভ৷

ক্ষিপ্র, খুদে ফরোয়ার্ড

আস্তানা যাত্রার আগে ল্যোভ রিপোর্টারদের বলেছেন: ‘‘আমি কিছুদিন ধরে ভাবছি, প্লেয়ারদের ফরোয়ার্ড হিসেবে সার্কুলেট করতে দিলে কেমন হয়? দীর্ঘকায়, বলশালী একজন সেন্টার ফরোয়ার্ড না রেখে খাটো চেহারার আরো বেশি ক্ষিপ্র একাধিক প্লেয়ার যারা কম জায়গাতেও সমাধান খুঁজে বার করতে পারে এবং প্রতিপক্ষের অপেক্ষাকৃত ধীর গতির ডিফেন্ডারদের জন্য সমস্যার সৃষ্টি করতে পারে৷''

নেই তাই খাচ্ছো

অবশ্য ল্যোভের এই সোচ্চার চিন্তা কিছুটা দায়ে পড়ে, কেননা দুই মারিও, গোমেজ এবং গ্যোৎসে ছাড়া এবার অফেন্সে তাঁর হাতে বিশেষ বিকল্প নেই৷ মিডফিল্ডে বাস্টিয়ান শোয়াইনস্টাইগার থাকবেন গেমের সার্বিক দায়িত্বে, তাঁর সঙ্গে এক তথাকথিত ‘‘ফল্স নাইন'', অর্থাৎ এক নিঃসঙ্গ ফরোয়ার্ড যে প্রয়োজনে মিডফিল্ডেও সামাল দেবে৷

এই ফুটবল দর্শন ল্যোভ পেলেন কোথা থেকে, তা নিয়ে জল্পনা-কল্পনার প্রয়োজন নেই৷ স্পেন ঐ পন্থাতেই ২০১২ সাল ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জিতেছে৷ সে তুলনায় জার্মানি এখন তার বিশ্বকাপ কোয়ালিফাইং'এর ‘সি' গ্রুপের শীর্ষে; চারটি খেলা থেকে মোট ১০ পয়েন্ট সংগ্রহ করেছে৷ হীন-দীন কাজাখস্তানকে ২২শে মার্চ এবং ২৬শে মার্চের দু'টি ম্যাচে হারাতে পারলে আরো ৬ পয়েন্ট ঘরে আসবে৷

আর কাজাখস্তানের সঙ্গে খেলার চাবিকাঠিটি ল্যোভ ইতিমধ্যেই আবিষ্কার করে বসে আছেন, তাঁর ‘চরদের' কল্যাণে৷ চররা কাজাখস্তানের খেলা দেখে এসে খবর দিয়েছে, কাজাখরা ফুটবল খেলে ঠিক হ্যান্ডবলের মতো: গোলের সামনে অর্ধচক্র রচনা করে দাঁড়িয়ে থাকে গোল আটকানোর আশায়৷

তাই ল্যোভ তাঁর দলকে একটি প্র্যাকটিস সেশনে হ্যান্ডবল খেলিয়েছেন৷

এসি / এসবি (রয়টার্স, এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য