1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাচের কিউবের মধ্যে অপরূপ শিল্পসৃষ্টি

২১ অক্টোবর ২০২২

গির্জায় কাচের উপর সুন্দর রংয়ের নক্সা বহু শতাব্দী ধরে মানুষকে মুগ্ধ করে এসেছে৷ এক শিল্পী কাচের মধ্যে বিভ্রম সৃষ্টি করে সেই কৌশলকে সমসাময়িক যুগের উপযুক্ত করে তোলার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন৷

https://p.dw.com/p/4IVD8
ছবি: DW

টোমাস মেডিকুসের কাচের তৈরি শিল্পকর্মগুলির প্রত্যেক দিকে আলাদা মোটিফ শোভা পায়৷ শিল্পী নিজে এই ইনস্টলেশনগুলির নাম রেখেছেন ‘অ্যানামর্ফিক কিউব’৷ এমন কীর্তির মূলমন্ত্র ব্যাখ্যা করে তিনি বলেন, ‘‘অ্যানামর্ফিক কিউবগুলি মূলত ১৪৪টি চওড়া ও স্বচ্ছ ফিতে দিয়ে তৈরি৷ সেই স্ট্রাইপের উপর চারটি ছবির অংশ ছড়িয়ে রয়েছে৷ কিউব প্রদক্ষিণ করলে অথবা কিউবই ঘুরতে থাকলে প্রতি ৯০ ডিগ্রি অন্তর নতুন এক চিত্র দৃশ্যমান হয়ে ওঠে৷’’

টোমাস তাঁর কিউব মার্কিন যুক্তরাষ্ট্র ও ক্যানাডায়ও বিক্রি করেছেন৷ বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানে উপকরণ হিসেবে কাচ নিয়ে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করার পর শিল্পী হিসেবে এই উপকরণ তাঁকে মুগ্ধ করে৷ তিনি মনে করেন, ‘‘মাটি বা স্ক্রিনের মতো কাচ নিয়ে খেয়ালখুশি মতো সহজে কাজ করা যায় না৷ অন্যদিকে উপকরণ হিসেবে সেটি রিফ্র্যাকশন বা আলোর প্রতিসরণের উপর নির্ভর করে৷ কাচের অনেক অস্পষ্টতা রয়েছে৷ স্বচ্ছ হবার কারণে সেটির আকার-আয়তনও যেন নেই৷’’

কাচের কিউবে শিল্পকর্ম

অ্যানামর্ফিক কিউবের গঠন ব্যাখ্যা করে টোমাস মেডিকুস বলেন, ‘‘অ্যানামর্ফিক কিউবগুলির মধ্যে চারটি করে ছবি থাকে৷ দুটি বিপরীত চিত্রকে হুবহু একই জায়গা দখল করতে হবে, যাতে কেউ একটি ছবি দেখলে অন্যটি সেটির ঠিক পেছনে লুকানো থাকে৷ এমন ছবি সৃষ্টি করা কঠিন, যেগুলি ভিন্ন হওয়া সত্ত্বেও একই জায়গা দখল করে রয়েছে৷ ফলে কিছু আপোশ মেনে নিতে হয়৷ দুটি ছবিই পরস্পরের কাছাকাছি আনাই হলো লক্ষ্য৷ একেবারেই সম্ভব না হলে বাধ্য হয়ে আবার নতুন করে সবকিছু শুরু করতে হয়৷’’

চলতি বছরেই টোমাস তাঁর নতুন কাচের কিউব অস্ট্রিয়ার ইনসব্রুক শহরে জগতের সামনে পেশ করবেন৷ তবে তার আগে তাঁকে অনেক কাচের টুকরো কেটে রং করতে হবে৷ টোমাস মেন করেন, ‘‘গ্লাস পেন্টিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় মৌলিক আকর্ষণ হলো, এই কৌশল বহুকাল ধরে চলে আসছে৷ সেই মধ্যযুগেও কাচের উপর আঁকা হতো৷ প্রাচীন এই কৌশলকে নতুন কিছুর সঙ্গে মেশাতে পেরে আমার খুবই রোমাঞ্চ হচ্ছে৷ গ্লাস পেন্টিং যথেষ্ট স্বীকৃতি পেয়েছে ঠিকই৷ একই সঙ্গে সেটির সময়াময়িক প্রয়োগ করতে পেরে আমার নিজের খুব ভালো লাগছে৷’’

টোমাস মেডিকুসের অ্যানামর্ফিক কিউব শিল্প মানুষের দৃষ্টিভঙ্গি ও অনুভূতি নিয়ে খেলা করে৷ সবশেষে দর্শকের অবস্থানের উপর মোটিফ নির্ভর করে৷

ইয়েন্স ফন লার্খার/এসবি

কাচশিল্পের জন্য বিখ্যাত বোহেমিয়া

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান