1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনায় বাড়ছে বিশ্বজুড়ে সংঘর্ষ, সহিংসতা

১৩ আগস্ট ২০২০

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মতে, করোনা মহামারি বিশ্বের চলমান সংঘর্ষগুলিতে ইন্ধন জোগাচ্ছে৷ তৈরি করছে নতুন সংঘাতের প্রেক্ষাপটও৷

https://p.dw.com/p/3gt2E
Syrien Kämpfer der freien syrischen Armee
ছবি: Dona Bozzi/Pacific Press/picture-alliance

বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, বর্তমান করোনা সংকট বাড়াচ্ছে বিশ্বজুড়ে সংঘর্ষ৷ শুধু তাই নয়, অনেক জায়গায় নতুন সংঘাতের পরিস্থিতিও তৈরি হচ্ছে এই সংকটের কারণে, জানান তিনি৷

চলমান পরিস্থিতিকে মাথায় রেখে মার্চ মাসে গুটেরেস বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন৷ কিন্তু, বেশির ভাগ ক্ষেত্রেই মহামারির বাস্তবতা সংঘর্ষ ঠেকাতে পারেনি৷ যুদ্ধবিরতিও লক্ষ্য করা যায়নি কোথাও, যেমনটা চেয়েছিলেন গুতেরেস৷

কিন্তু সব দেশের পরিস্থিতিই এক রকম নয়, জানান তিনি৷ গুতেরেস বলেন, ‘‘কিছু কিছু দেশ শান্তিরক্ষার্থে যথেষ্ট অর্থায়নে আগ্রহ দেখিয়েছে৷ তা অবশ্যই আশা জাগায়৷ এটাই আমার মতে বর্তমানে সংঘর্ষ বা যুদ্ধ মোকাবিলায় সবচেয়ে ভালো পন্থা৷ এতে করে ভবিষ্যৎ শান্তি সুনিশ্চিত হবে৷''

করোনাকালে যুদ্ধ, কর্তৃপক্ষের ব্যর্থতা

২০১১ সাল থেকে এখনও চলছে সিরিয়াতে গৃহযুদ্ধ৷ ২০১১ সাল থেকে প্রায় পাঁচ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন এই যুদ্ধে৷ শনিবার সিরিয়ার জন্য নতুন করে আর্থিক সহায়তা ঘোষণা করেছে জাতিসংঘ৷ ইয়েমেনে গৃহযুদ্ধ ও দুর্ভিক্ষের পাশাপাশি সিরিয়ার পরিস্থিতি বর্তমানে বিশ্বের অন্যতম সংঘর্ষপ্রবণ এলাকা৷

করোনাকালেও এতে কোনো পরিবর্তন আসেনি৷ উল্টোদিকে যুদ্ধে বিধ্বস্ত ইদলিব অঞ্চলে ইতিমধ্যে শনাক্ত হয়েছে করোনা সংক্রমণ৷

আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলির পাশাপাশি চীন, ব্রাজিল থেকে উঠে আসছে করোনা মহামারির মধ্যেও সংঘর্ষের, আগ্রাসনের খবর৷ উঠে আসছে বিশ্বব্যাপী স্বাস্থ্য সংকটের মধ্যেই ভারত-চীন সীমান্ত সংঘাতের খবরও

বিশেষজ্ঞদের মতামত, এই সংকট একদিকে যেমন দেশগুলির স্বাস্থ্য পরিষেবার বাস্তব চিত্র উন্মোচন করছে, অন্যদিকে সংঘর্ষ মোকাবিলায় ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় তাদের ব্যর্থতাও প্রকাশ করছে৷

এসএস/কেএম (রয়টার্স, এপি, ডিপিএ)