1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা মোকাবিলায় নিয়ম বদলাবে জার্মানি

২৫ আগস্ট ২০২০

বেড়ে চলা করোনা সংক্রমণের প্রেক্ষাপটে জার্মানিতে বেশ কিছু বিধিনিয়মে রদবদল আনার পরিকল্পনা করছে জার্মানির কর্তৃপক্ষ৷ সোমবার স্বাস্থ্যমন্ত্রীদের বৈঠকের পর বৃহস্পতিবার চ্যান্সেলর ও মুখ্যমন্ত্রীরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন৷

https://p.dw.com/p/3hSRR
ছবি: Getty Images/M. Hitij

করোনা ভাইরাস মোকাবিলার ক্ষেত্রে জার্মানি রণকৌশল বদলানোর বিষয়ে ভাবনাচিন্তা করছে৷ সোমবার ফেডারেল ও রাজ্য স্তরের স্বাস্থ্যমন্ত্রীরা একাধিক পদক্ষেপের বিষয়ে আলোচনা করেন৷ বিশেষ করে যে সব মানুষ উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে জার্মানিতে প্রবেশ করছেন, তাঁদের করোনা পরীক্ষার ক্ষেত্রে বর্তমান নিয়মে রদবদলের পরিকল্পনা হচ্ছে৷ বর্তমানে বিমানবন্দর, রেল স্টেশন ও হাইওয়েতে বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা চালু রয়েছে৷ আগামী সেপ্টেম্বর থেকে এমন যাত্রীদের বাধ্যতামূলক পরীক্ষা বন্ধ করে ভিন্ন পদক্ষেপ নেওয়া হবে৷ বিনামূল্যে করোনাভাইরাস পরীক্ষার ব্যবস্থাও বন্ধ করা হবে৷ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে জার্মানিতে প্রবেশ করলে সব যাত্রীকে নিজস্ব উদ্যোগে বাকি মানুষের থেকে বিচ্ছিন্ন থাকতে হবে৷ আগমনের পাঁচ দিন পর করোনা পরীক্ষায় নেতিবাচক ফলাফল হলে কোয়ারেন্টাইন থেকে বেরিয়ে আসা যাবে৷ বিশেষ ওয়েবসাইটে এমন যাত্রীরা নিজস্ব নাম-ঠিকানা নথিভুক্ত করতে পারবেন৷ তবে নতুন নিয়মের দিনক্ষণ এখনো স্থির করা হয় নি৷ তবে সেপ্টেম্বরের মাঝামাঝি অথবা ১লা অক্টোবর থেকে সম্ভবত নতুন নিয়ম কার্যকর হতে পারে৷

জার্মানিতে বেড়ে চলা সংক্রমণের জন্য এই মুহূর্তে পারিবারিক উৎসব-অনুষ্ঠানকে বিশেষভাবে দায়ী করা হচ্ছে৷ এমন জমায়েতে মানুষ সামাজিক দূরত্ব অথবা মাস্কের পরোয়া না করায় সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে৷ প্রকাশ্যে মাস্ক পরার ক্ষেত্রেও অনেকে বিধিনিয়ম মানছে না৷ তাই ইচ্ছাকৃতভাবে নিয়ম ভাঙলে জরিমানার অঙ্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রীরা৷ নিয়ম কার্যকর করতে রেল স্টেশন ও মানুষের সমাবেশের অন্যান্য জায়গায় নজরদারি বাড়ানো হচ্ছে৷ এছাড়া করোনা ভাইরাস পরীক্ষার ক্ষেত্রে হাসপাতাল ও বৃদ্ধাশ্রমের উপর বেশি জোর দিতে চায় জার্মানির কর্তৃপক্ষ৷

সোমবার স্বাস্থ্যমন্ত্রীদের সিদ্ধান্ত ও পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার আলোচনা করবেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও রাজ্যের মুখ্যমন্ত্রীরা৷ ভারচুয়াল মিটিংয়ে তাঁরা দেশজুড়ে সার্বিক পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন৷ বর্তমানে করোনা ভাইরাস পরীক্ষার ক্ষেত্রে কিছু সমস্যা নিয়েও তাঁরা আলোচনা করবেন বলে ধরে নেওয়া হচ্ছে৷ সপ্তাহে আট লাখ ৭৫ হাজার পরীক্ষা চালানো হচ্ছে৷ জার্মানির ল্যাবগুলিতে সপ্তাহে সর্বোচ্চ ১২ লাখ পরীক্ষার ক্ষমতা রয়েছে৷ তবে বেড়ে চলা পরীক্ষার কারণে এই অবকাঠামোর উপর চাপ বাড়ছে, পরীক্ষার ফল পেতে দেরি হচ্ছে৷ ফলে করোনা পজিটিভ কিছু মানুষ বিনা বাধায় অন্যান্য মানুষের কাছাকাছি চলে যাচ্ছে৷

জার্মানির ফেডারেল কাঠামোর কারণে রাজ্য অনুযায়ী ভিন্ন নিয়মের সমালোচনা শোনা যাচ্ছে৷ বিশেষ করে পারিবারিক ও অন্যান্য সমাবেশে অংশ নেবার ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা, মাস্ক পরার নিয়ম, জরিমানার মতো ক্ষেত্রে দেশজুড়ে একই নিয়ম বেঁধে দেবার জন্য চাপ বাড়ছে৷ বাভেরিয়ার মুখ্যমন্ত্রী মার্কুস স্যোডার এমন সার্বিক নিয়মের ডাক দিয়েছেন৷ বৃহস্পতিবারের বৈঠকের পর কিছু ক্ষেত্রে দেশজুড়ে এমন বিধিনিয়ম ঘোষণা করা হতে পারে৷

এসবি/কেএম (ডিপিএ, রয়টার্স)

৯ আগস্টের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য