1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা নিয়ে জার্মান শিল্পীর ইনস্টলেশন

১৪ মে ২০২১

করোনায় সবার জীবনে পরিবর্তন এসেছে৷ ম্যানিকিনদের দিয়ে সেটা তুলে ধরছেন জার্মান শিল্পী ডেনিস ইওসেফ মেসেগ৷ ইতিমধ্যে তার ‘ইট ইজ লাইক ইট ইজ' ইনস্টলেশন জার্মানির ৩০টি শহরে প্রদর্শিত হয়েছে৷

https://p.dw.com/p/3tMsb
ছবি: Christoph Hardt/Geisler-Fotopres/picture alliance

ডেনিস বলছেন, ‘‘করোনার কারণে আমাদের চলাফেরায় বাধার বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে৷ আগে আমরা যখন যেভাবে চাইতাম চলাফেরা করতে পারতাম৷ কিন্তু এখন পারছিনা৷ করোনার কারণে আমাদের জীবনে পরিবর্তন এসেছে৷ যা খুশি তা করতে পারার বিষয়টি এখন অতীতের বিষয় হয়ে গেছে৷''

কোলন ক্যাথেড্রাল, বার্লিনে সংসদ ভবন, পটসডাম, লিমবুর্গের পুরনো ব্রিজে ডেনিসের ইনস্টলেশন প্রদর্শিত হয়েছে৷ তিনি কোথা থেকে ম্যানিকিন সংগ্রহ করেছেন? ডেনিস জানালেন, ‘‘অনেক জায়গা থেকে আমি ম্যানিকিন সংগ্রহ করেছি৷ যেমন করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া বুটিক শপ থেকে৷ এছাড়া বন্ধ হয়ে যাওয়া শখের হার্ডওয়্যার দোকান থেকেও পেয়েছি৷ কম দামে সেগুলো কিনতে পেরেছি৷''

বন শহরের কাছে আলানুস ইউনিভার্সিটি অফ আর্ট অ্যান্ড সোসাইটিতে পড়ালেখা করেছেন ডেনিস৷ কাঠ দিয়ে ভাস্কর্য তৈরিতে পারদর্শী তিনি৷

‘ইট ইজ লাইক ইট ইজ' তার প্রথম পাবলিক ইনস্টলেশন৷ এ বছরের শেষদিকে তিনি একটি ছবির বই বের করবেন, যেখানে তার ম্যানিকিনদের এমন কিছু করতে দেখা যাবে যেটা মহামারির কারণে অনেকের পক্ষে করা সম্ভব হচ্ছে না৷

ম্যানিকিনদের নিয়ে জার্মানিতে বিশেষ প্রদর্শনী

অতিসম্প্রতি ম্যানিকিনরা কোলনে কার্নেভাল উদযাপন করেছে, করোনার কারণে এবার যেটার আয়োজন বাতিল করতে হয়েছে৷

সাংস্কৃতিক বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ডেনিসের এই ইনস্টলেশন প্রদর্শন করতে পারার বিষয়টি শুধু সৌভাগ্যের নয়, এটা একটা বার্তাও দেয়৷ ‘‘আর্ট ও কালচার বিষয়গুলো মনের উপর প্রভাব ফেলে৷ আপনি হয়ত বুঝতে পারেননা, কিন্তু এগুলো বিভিন্নভাবে আপনাকে মানসিকভাবে উৎসাহ, উদ্দীপনা দিয়ে থাকে৷ করোনার কারণে হয়ত এখন আপনি বুঝতে পারছেন, কী একটা যেন নেই,'' বলেন ডেনিস৷ 

ক্রিস্টিয়ান ভাইবেসান/জেডএইচ