1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কথা নয়, কাজে সাহস দেখান নৌপরিবহন প্রতিমন্ত্রী

৯ জুলাই ২০২০

গত ২৯ জুন ঢাকার সদরঘাটের কাছে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামে একটি ছোট লঞ্চ ডুবে যায়৷ এতে ৩৪ জন মারা যান৷ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সেদিন একে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলেছিলেন৷

https://p.dw.com/p/3f11R
সরকারি সূত্রের উল্লেখ করে দৈনিক যুগান্তর জানাচ্ছে, ১৯৯১ থেকে ২০১৯ সাল পর্যন্ত লঞ্চ দুর্ঘটনায় তিন হাজার ৬৫৪ জন মারা গেছেন।
১৯৯১ থেকে ২০১৯ সাল পর্যন্ত লঞ্চ দুর্ঘটনায় তিন হাজার ৬৫৪ জন মারা গেছেনছবি: bdnews24.com/M. Zaman Ovi

মঙ্গলবারও তিনি তার কথার পুনরাবৃত্তি করেন৷ দুর্ঘটনার পর নৌ-পরিবহন মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছিল৷ মঙ্গলবার তাদের প্রতিবেদন প্রকাশিত হয়েছে৷ এই প্রতিবেদন হাতে পাওয়ার পর নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘‘আমি বলেছিলাম এটি হত্যাকাণ্ড এবং এখনও দেখলে আবারও বলবো হত্যাকাণ্ড৷ যেহেতু অবহেলাজনিত কারণে দুর্ঘটনার অভিযোগ এনে একটি মামলা করা হয়েছে, তদন্তে যদি হত্যাকাণ্ড প্রমাণিত হয়, তাহলে সেটা অবশ্যই ৩০২ ধারায় (হত্যা মামলা) আসবে৷’’

এই বক্তব্যের মধ্য দিয়ে দুর্ঘটনার জন্য দায়ীদের সর্বোচ্চ শাস্তি দিতে প্রতিমন্ত্রীর আগ্রহ ফুটে উঠেছে৷ এমন শাস্তির ব্যবস্থা করে তিনি হয়ত অন্য লঞ্চ মালিক, চালক ও সংশ্লিষ্টদের একটি বার্তা দিতে চেয়েছেন৷

সরকারি সূত্রের উল্লেখ করে দৈনিক যুগান্তর জানাচ্ছে, ১৯৯১ থেকে ২০১৯ সাল পর্যন্ত লঞ্চ দুর্ঘটনায় তিন হাজার ৬৫৪ জন মারা গেছেন৷

জাহিদুল হক, ডয়চে ভেলে
জাহিদুল হক, ডয়চে ভেলেছবি: DW

এসব দুর্ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে না পারায় নিয়মিত দুর্ঘটনা ঘটছে৷ নাম প্রকাশে অনিচ্ছুক নৌপরিবহন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা যুগান্তরকে জানিয়েছেন, দুর্ঘটনা তদন্ত ও মামলা পরিচালনার ক্ষেত্রে মালিক ও শ্রমিক পক্ষের চাপ থাকে৷ ফলে দায়ীদের বেশিরভাগ পার পেয়ে যান৷

নৌচলাচল আইন তৈরিতেও এমন চাপ দেখা যাচ্ছে৷ ২০১৭ সালে প্রণীত এই আইনের খসড়ায় নৌযান দুর্ঘটনায় প্রাণহানি হলে ১০ বছরের কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে৷ কিন্তু মালিক-শ্রমিকদের চাপে শাস্তির মেয়াদ কমিয়ে পাঁচ বছর ও জরিমানা তিন লাখ টাকা করা হচ্ছে বলে জানাচ্ছে দৈনিক যুগান্তর৷

এই খবর যদি সত্যি হয়, তাহলে মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রীকে আমরা বলতে চাই, আইন তৈরিতে যদি মালিক-শ্রমিকদের চাপ আপনি মেনে নেন, তাহলে ভবিষ্যতে সব বিষয়েই আপনাকে আপোস করতে হবে৷ এবং তখন দুর্ঘটনায় প্রাণহানির জন্য আপনিও দায়ী থাকবেন৷

ডয়চে ভেলের সাংবাদিক জাহিদুল হক৷
জাহিদুল হক ডয়চে ভেলের সাংবাদিক জাহিদুল হক৷