1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিফিলিস্তিন

ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি সেনা-ফিলিস্তিনি সংঘর্ষে মৃত পাঁচ

২০ জুন ২০২৩

সোমবার অধিকৃত ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলের বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের প্রবল গুলির লড়াই হয়। পাঁচজনের মৃত্যু।

https://p.dw.com/p/4SnKE
সংঘর্ষের সময় জেনিন শহরের ছবি।
সংঘর্ষের সময় জেনিন শহরের ছবি। ছবি: Nedal Eshtayah/AA/picture alliance

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,  যে পাঁচজন মারা গেছেন, তার মধ্যে দুইজন কিশোর। বাকি তিনজনের বয়স কুড়ির কোঠায়। সংঘর্ষে ৯১ জন আহত হয়েছেন। ২৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

ইসরায়েলের আটজন সেনা আহত হয়েছিলেন। তাদের নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে বলে সেনার তরফে জানানো হয়েছে।

বিসিসি জানাচ্ছে, ইসরায়েলি সেনার উপর ফিলিস্তিনিরা বিস্ফোরক ভর্তি গাড়ি দিয়ে আক্রমণ করার চেষ্টা করে। তখন ইসরায়েলের হেলিকপ্টার থেকে আক্রমণ করা হয়।

ইসরায়েলের সেনা জানিয়েছে,  সেনা ও সীমান্ত পুলিশের আটজন আহত হয়েছেন। তাদের মাঝারি মাপের আঘাত লেগেছে।

ইসরায়েলের সেনাকে লক্ষ্য করে ফিলিস্তিনিদের আক্রমণ।
ইসরায়েলের সেনাকে লক্ষ্য করে ফিলিস্তিনিদের আক্রমণ। ছবি: Nedal Eshtayah/AA/picture alliance

তবে প্রায় দুই দশক পরে ইসরায়েল ওয়েস্ট ব্যাংকে এভাবে হেলিকপ্টার ব্যবহার করলো। ফিলিস্তিনিদের লক্ষ্য করে হেলিকপ্টার থেকে আক্রমণ করা হয়। ইসরায়েল জানাচ্ছে, তাদের সেনার উপর ফিলিস্তিনি জঙ্গিরা আক্রমণ করেছিল। সেনাকে সাহায্য করতেই হেলিকপ্টার ব্যবহার করা হয়।

ইসরায়েলের সেনার তরফে জানানো হয়েছে, তারা দুইজন জঙ্গিকে ধরতে অভিযান চালিয়েছিল। এই দুইজন সাম্প্রতিক অনেকগুলি আক্রমণের পিছনে ছিল। সেনা পৌঁছানোর পরেই সেখানে বৃষ্টির মতো বোমা পড়ে। গুলি চলে। তারপর সেনাকে সরিয়ে নিয়ে আসার জন্য হেলিকপ্টারের সাহায্য নেয়া হয়।

ফিলিস্তিনি বন্দুকধারীরা গুলি চালাচ্ছে।
ফিলিস্তিনি বন্দুকধারীরা গুলি চালাচ্ছে। ছবি: Raneen Sawafta/REUTERS

স্থানীয় মিডিয়াকে এক বাসিন্দা বলেছেন, তারা বাড়ি থেকে বেরোতে পারেননি। মনে হচ্ছিল, যুদ্ধ চলছে। মাথার উপরে সমানে হেলিকপ্টার উড়ছিল। হেলিকপ্টার থেকে পাশে চাষের জমিতে বোমাও ফেলা হয়।

গুতেরেসের বক্তব্য

জাতিসংঘের সেক্রোরি জেনারেল গুতেরেস বলেছেন, ''ইসরায়েল যেন অধিকৃত ফিলিস্তানি এলাকায় নির্মাণকাজ বন্ধ করে। ওখানে বাড়ি বানানো নিয়েই উত্তেজনা বাড়ছে। এর ফলে দীর্ঘমেয়াদী শান্তির পরিবেশ নষ্ট হচ্ছে।''

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)