1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার ধূমপান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন ঋত্বিক

৬ আগস্ট ২০১০

কয়েকদিন আগে গান চর্চা নিয়ে মেতে ছিলেন ঋত্বিক রোশন৷ সাত সকালে ঘুম থেকে উঠেই শুরু হয়েছিল তাঁর সা-রে-গা-মা৷ তবে এবার নতুন কিছু ধরা নয়, বরং বহুদিনের পুরনো অভ্যাসটি একেবারে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই বলিউড হার্টথ্রব৷

https://p.dw.com/p/OdVQ
বলিউড হার্টথ্রব ঋত্বিক রোশনছবি: UNi

‘‘স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেল্থ'' - সিগারেটের বিজ্ঞাপনে বার বার একথা বলা হলেও, ধূমপায়ীরা যে এ বক্তব্যে বিশেষ কান দেন না - তা বলাই বাহুল্য৷ কিন্তু সম্প্রতি, কাটরিনা কাইফ'এর বিপরীতে জোয়া আখতারের ‘জিন্দেগি মিলেগি না দুবারা' ছবির শুটিং শেষ করে আসার পর, সিগারেট-বিজ্ঞাপনের সেই সতর্কবাণী যেন জীবনের মন্ত্র হিসেবেই বেছে নিয়েছেন ঋত্বিক৷ স্পেনে ফারহান আখতার আর অভয় দেওল'এর সঙ্গে শুটিং করার সময় থেকেই ধূমপান একেবারে ছেড়ে দেওয়ার বিষয়টি মাথায় ঢোকে ঋত্বিক রোশন'এর৷

ভেবে দেখেন, ‘জিন্দেগি' বা জীবন তো সত্যিই আর দু'বার পাওয়া যাবে না৷ তাহলে খামোখা আর সেই জীবনটা ছোট করা বা কষ্ট দেওয়া কেন ? তারপর আর কি ? যেমন ভাবা তেমন কাজ৷ দেশে ফিরেই ৩৬ বছর বয়স্ক এই বলিউড অভিনেতা ‘টুইটার'এ লিখলেন, ‘‘হ্যালো টুই-পিপল, আমি খুব শিগগিরি ধূমপান ছেড়ে দিচ্ছি৷ তোমাদের মধ্যে আমাকে কেউ সঙ্গ দিতে চাও ?''

Barbara Mori Kites Premiere
‘কাইটস’ ছবিতে বারবারা মোরি’র সঙ্গে ঋত্বিকছবি: AP

এখানেই শেষ নয়৷ ধূমপান বর্জনের জন্য ভক্তদের আরো কিছু ‘টিপস'ও দিয়ে দেন ঋত্বিক তাঁর সেই টুইটার-বার্তায়৷ জানান, ‘‘এখন আমি দিনে মাত্র দুটো থেকে পাঁচটা সিগারেট খাচ্ছি৷ আর এটা আরো কমানোর জন্য আমি ‘নিকোটিন প্যাচ'ও ব্যবহার করছি৷ আর তার সঙ্গে খাচ্ছিও পরিমাণ মতো৷''

ঋত্বিক রোশন ধূমপানে আসক্ত হয়ে পড়েন সঞ্জয় লীলা বনসালি'র ‘গুজারিশ' ছবির শুটিং চলাকালীন৷ তাঁর পরবর্তী ছবি শেখর কাপুর'এর ‘পানি'৷ এখন তার শুটিং চলছে৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক