1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এফসি ন্যুরেমব্যার্গ

২০ আগস্ট ২০১০

রাগবি ইংলিশদের খেলা, তাই এটা বাদ দিয়ে ফুটবল খেলার ইচ্ছায় এক দল তরুণ সেই ১৯০০ সালে গড়ে তুলেছিল এই ক্লাবটি৷ সেই থেকে এই ক্লাবের সদস্যরা ফুটবল ছাড়াও আরও অন্যান্য খেলা খেলে থাকে৷

https://p.dw.com/p/OsKm

এই দীর্ঘ সময়ে ক্লাবটির অনেক উত্থান-পতন হয়েছে৷ ক্লাবটি যেমন মোট নয়বার জার্মান চ্যাম্পিয়ন হয়েছে তেমনি মাঝে মধ্যেই নেমে গেছে বুন্ডেসলিগার দ্বিতীয় বিভাগে৷ এই যেমন গত মৌসুমেই কোনরকমে মান বাঁচিয়েছে তারা৷ ১৬তম দল হিসেবে লিগ শেষ করেছে৷ অর্থাৎ আর এক পা পিছালেই এবার আর বুন্ডেসলিগা খেলা হতনা৷ তবে এবার আরও ভাল করতে চায় ন্যুরেমব্যার্গ৷ তাইতো অভিজ্ঞ তিম্মি সিমোন্সকে দলে ভিড়িয়েছে তারা৷ সিমোন্স নেদারল্যান্ডের অন্যতম শীর্ষস্থানীয় ক্লাব পিএসভিতে খেলতেন৷ কোচ হেকিং'ও সিমোন্সকে পেয়ে খুশি৷ এদিকে প্র্যাকটিস ম্যাচগুলোতেও মোটামুটি ভালই করেছে ন্যুরেমব্যার্গ৷ এই পারফরম্যান্স বুন্ডেসলিগায় ধরে রাখতে পারলেই হয়৷

সম্ভাব্য মূল একাদশ : গোলরক্ষক – রাফায়েল জেফের; রক্ষণভাগ – হোরাসিও ইয়াভিয়ের পিনোলা, আন্দ্রেয়াস ভুল্ফ, ডমিনিক মারোহ ও মাইক ফ্রানৎস; মধ্যমাঠ – ইউরি ইয়ত, মারেক মিন্তাল, তিম্মি সিমোন্স ও ইকায় গ্যুন্দোগান; এবং আক্রমণভাগ – ক্রিস্টিয়ান আইগলার ও আলবার্ট বুনইয়াকু৷

সম্ভাব্য ফর্মেশন : ৪-৩-১-২

কোচ : ডিটের হেকিং

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ