রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
৩ অক্টোবর ২০১৮রয়েল সুইডিশ অ্যাকাডেমি ফর সায়েন্সেস বুধবার এই পুরস্কার ঘোষণা করে৷ পুরস্কারপ্রাপ্ত তিন গবেষক হলেন মার্কিন বিজ্ঞানী ফ্রান্সেস আর্নল্ড ও জর্জ স্মিথ এবং ব্রিটিশ বিজ্ঞানী গ্রেগরি উইন্টার৷
নোবেল কমিটি বলছে, এই বিজ্ঞানীদের আবিষ্কারের মাধ্যমে ঔষধ ও জৈব জ্বালানি খাতে বৈপ্লবিক অগ্রগতি সাধিত হয়েছে৷
তিন বিজ্ঞানীর মধ্যে ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজির গবেষক ফ্রান্সেস আর্নল্ড পাচ্ছেন পুরস্কারের নয় লাখ ক্রোনারের (প্রায় ১০ লাখ ডলার) অর্ধেক৷ তিনি প্রথমবারের মতো নিয়ন্ত্রিত উপায়ে এনজাইম তৈরি করেছেন, যা আরো বেশি পরিবেশবান্ধব রাসায়নিক পদার্থ তৈরির পথ সহজ করে দিয়েছে৷ এসব রাসায়নিক ঔষধ ও নবায়নযোগ্য জ্বালানি তৈরিতে ব্যবহার করা যাবে৷
মিসৌরি বিশ্ববিদ্যালয়ের জর্জ স্মিথ প্রোটিন তৈরির নতুন উপায় উদ্ভবন করেছেন৷ আর কেমব্রিজের এমআরসি ল্যাবরেটরি অফ মলিকিউলার বায়োলজি'র গবেষক গ্রেগরি উইন্টার ঔষধ তৈরিতে অ্যান্টিবডি বা প্রতিষেধক তৈরির পদ্ধতি ব্যবহার করেছেন৷ এই পদ্ধতিতে তৈরি ঔষধ প্রথমবারের মতো রিউমাটয়েড আর্থ্রাইটিস, সরিয়াসিস ও শরীর ফুলে যাওয়া রোধে ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে সুইডিশ অ্যাকাডেমি৷
এই দুই বিজ্ঞানী বাকি অর্ধেক অর্থ ভাগাভাগি করবেন৷
এর আগে সোমবার এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা দেয়া শুরু হয়৷ সেদিন চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে মার্কিন বিজ্ঞানী জেমস অ্যালিসন ও জাপানের গবেষক তাসুকু হোনজোর নাম ঘোষণা করা হয়৷ পরদিন পদার্থবিদ্যায় যুক্তরাষ্ট্রের আর্থার আশকিন, ক্যানাডার ডোনা স্ট্রিকল্যান্ড ও ফ্রান্সের জেরার্ড মৌরুকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়৷
শুক্রবার শান্তিতে ও আগামী সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা দেয়া হবে৷ তবে এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া হচ্ছে না৷ যাঁর পাওয়ার কথা ছিল, সেই ফ্রেঞ্চ সাহিত্যিকের বিরুদ্ধে ধর্ষণ কেলেঙ্কারির অভিযোগ ওঠায় এমন সিদ্ধান্ত নিয়েছে নোবেল কমিটি৷
জেডএ/এসিবি (এপি)