1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
পরিবেশগ্রিস

এথেন্সের কাছে ভয়াবহ দাবানল

১৮ জুলাই ২০২৩

গ্রিসে এথেন্সের কাছে দাবানল জ্বলছে। সরিয়ে নেয়া হলো প্রচুর মানুষকে। আগুন নেভানোর কাজে ১৫০টি দমকল।

https://p.dw.com/p/4U1ST
একে গরম, তার উপর প্রবল হাওয়ার জন্য দাবানল নিয়ন্ত্রণ করতে অসুবিধা হচ্ছে।
একে গরম, তার উপর প্রবল হাওয়ার জন্য দাবানল নিয়ন্ত্রণ করতে অসুবিধা হচ্ছে। ছবি: STELIOS MISINAS/REUTERS

এথেন্স থেকে ২৭ কিলোমিটার দূরেই দাবানলজ্বলছে। বেশ কিছু বাড়ি পুড়ে গেছে। সরকারি মুখপাত্র জানিয়েছেন, প্রচণ্ড জোরে হাওয়া বইছে। ফলে আগুন দ্রুত ছড়াচ্ছে। আগুন নিয়ন্ত্রণেও আনা যাচ্ছে না।

 যেখানে দাবানল জ্বলছে, সেখানে কিছুদিন ধরে তাপপ্রবাহ চলছিল। এখন সেখানে ৭০ কিলোমিটার বেগে হাওয়া বইছে।

দমকলের পাশাপাশি আগুন নেভানোর জন্য ১১টি বিমানও কাজে লাগানো হয়েছে। দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, এথেন্সের ৯০ কিলোমিটার দূরে একটি রিসর্ট-শহরের কাছেও দাবানল জ্বলতে শুরু করেছে।

 গত এক সপ্তাহ ধরে দক্ষিণ ইউরোপের অনেক দেশের মতো গ্রিসেও তাপমাত্রা সমানে বাড়ছে। মধ্য গ্রিসে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে এথেন্স-সহ বেশ কিছু জায়গায় দাবানল-সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওা দপ্তর জানিয়েছে, গ্রিস, তুরস্ক এবং ভূমধ্যসাগরীয় এলাকায় তাপপ্রবাহ আরো বাড়তে পারে।

জিএইচ/এসজি (এএফপি, এপি, রয়টার্স, ডিপিএ)