1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একমাস নিরাপত্তা পরিষদের সভাপতি ভারত

২ ডিসেম্বর ২০২২

একমাসের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করার দায়িত্ব পেলো ভারত।

https://p.dw.com/p/4KN1T
ছবি: ED JONES/AFP/Getty Images

জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি এখন রুচিরা কাম্বোজ। তিনিই ডিসেম্বর মাসে নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের চেয়ারে বসবেন। আর রুচিরা হলেন জাতিসংঘে ভারতের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি। আগামী ৩১ ডিসেম্বর জাতিসংঘের অস্থায়ী সদস্য হিসাবে ভারতের মেয়াদও শেষ হবে। 

ভারত জানিয়েছে, এই একমাসে সন্ত্রাসবিরোধিতা ও বহুপাক্ষিক অবস্থান নিয়ে ইভেন্টের আয়োজন করা হবে।

রুচিরা বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকও করেন। সেখানেই তাকে ভারতের গণতন্ত্র, সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করা হয়। রুচিরার জবাব ছিল, ''আমাদের গণতন্ত্র নিয়ে কিছু বলার দরকার নেই। ভারত হলো বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা। আমরা বরাবর গণতন্ত্রে বিশ্বাস রেখেছি। ভারতে গণতন্ত্রের শিকড় আড়াই হাজার বছরের পুরনো।'' রুচিরার দাবি, ''ভারতে গণতন্ত্রের সবকটি স্তম্ভ অটুট। আইনসভা, প্রশাসন, বিচারবিভাগ ও সংবাদমাধ্যম সকলেই স্বাধীনভাবে কাজ করে। সেই সঙ্গে আমাদের একটা শক্তিশালী সামাজিক মাধ্যম আছে।''

রুচিরা জানিয়েছেন, ''প্রতি পাঁচ বছরে আমরা বিশ্বের সবচেয়ে বড় ভোটপর্ব সাফল্যের সঙ্গে আয়োজন করি। প্রত্যেকে তাদের ইচ্ছেমতো কথা বলতে পারেন। এভাবেই আমাদের গণতন্ত্র চলে। এটা আমার আমার কথা নয়, অন্যরা বলছেন।'' 

জিএইচ/এসজি (পিটিআই)