1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক জার্মান ৮৭ বার করোনার টিকা নিয়েছেন

৫ এপ্রিল ২০২২

জার্মানির এক ব্যক্তি অন্তত ৮৭ বার করোনার টিকা নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ টিকাবিরোধীদের কাছে তিনি টিকার কাগজপত্র বিক্রি করতেন বলে কর্তৃপক্ষ মনে করছে৷

https://p.dw.com/p/49SyT
জার্মানির এক ব্যক্তি অন্তত ৮৭ বার করোনার টিকা নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ টিকাবিরোধীদের কাছে তিনি টিকার কাগজপত্র বিক্রি করতেন বলে কর্তৃপক্ষ মনে করছে৷
ছবি: Eibner-Pressefoto/EXPA/Feichter/imago images

‘ফ্রায়ে প্রেসে’ সংবাদপত্র শুক্রবার জানায়, ঐ ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে৷ ৬১ বছর বয়সি ঐ ব্যক্তি জার্মানির পূর্বাঞ্চলের সাক্সোনি ও সাক্সোনি-আনহাল্ট রাজ্যের টিকা কেন্দ্রগুলো থেকে টিকা নেন বলে পত্রিকাটি জানিয়েছে৷ তবে শুধু সাক্সোনি রাজ্যেই তিনি ৮৭ বার টিকা নিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে৷ ফলে তার টিকা নেয়ার সংখ্যা আরও বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে৷

ঐ ব্যক্তি একদিনে সর্বোচ্চ তিনবার টিকা নেন বলে জানা গেছে৷

জার্মান রেড ক্রসের মুখপাত্র কাই ক্রানিশ ফ্রায়ে প্রেসেকে জানান, ড্রেসডেন শহরের এক টিকা কেন্দ্রের এক কর্মী ঐ ব্যক্তিকে চেনেন বলে সন্দেহ পোষণ করেছিলেন৷

টিকার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেয়ার সময় ঐ ব্যক্তি তার নাম ও জন্মতারিখ দিয়েছিলেন৷ টিকা কেন্দ্রে তিনি স্বাস্থ্য বিমার কার্ডও দেখাননি৷

এই ঘটনায় জার্মানির স্বাস্থ্য খাতের একটি দুর্বলতা উঠে এসেছে৷ দেশটিতে চিকিৎসা সংক্রান্ত তথ্য এখনও পুরোপুরি ডিজিটাইজড করা হয়নি কিংবা কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করা যায়নি৷ ‘‘একটি জাতীয় টিকা নিবন্ধন ব্যবস্থা থাকলে তৎক্ষণাৎ ঘটনাটি ধরা যেত,’’ বলে ফ্রায়ে প্রেসেকে জানিয়েছেন সাক্সোনি মেডিকেল এসোসিয়েশনের মুখপাত্র ক্নুট ক্যোলার৷

জার্মানির ৭৫ শতাংশ মানুষ করোনার পুরো টিকা নিয়েছেন৷ পশ্চিমা ইউরোপের দেশগুলোর তুলনায় সেটা কম৷ কারণ স্পেনের ৮৫ শতাংশ, পর্তুগালের ৯১ শতাংশ মানুষ টিকা নিয়েছেন৷

রেবেকা স্টাওডেনমায়ার/জেডএইচ

ভ্যাকসিন নিয়ে পালিয়ে বেড়ান পোল্যান্ডের যে গ্রামবাসী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান