1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘এই সরকারের অধীন নির্বাচন সুষ্ঠু হবে না'

২৬ মে ২০২৩

বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালীব রহমান পার্থ বলেছেন, মার্কিন নতুন ভিসা আইন প্রমাণ করে, তারা বর্তমান সরাকরের অধীন নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে করে না৷

https://p.dw.com/p/4RsNX
Khaled Muhiuddin Asks 159
ছবি: DW

শুক্রবার ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়' টকশোতে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন৷ এবারের আলোচনার বিষয় ছিল, নির্বাচন ও ভিসা নিষেধাজ্ঞা৷ সেখানে পার্থ বলেন, ভিসা নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের নতুন নিষেধাজ্ঞায় বেকায়দায় পড়েছে আওয়ামী লীগ সরকার৷

তিনি বলেন, ‘‘নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে নির্বাচন সুষ্ঠু করার কথা বলছে৷ এর অর্থ ব্লিঙ্কেনের সরকার মনে করে না বর্তমান সরকারের অধীন নির্বাচন সুষ্ঠু হবে৷''

৩ মে নিধেধাজ্ঞার বিষয়টি জানার পর আওয়ামী লীগ যে বেকায়দায় পড়েছে তা বোঝা যায় পরের ঘটনাবলী দেখে বলে মনে করেন পার্থ৷ ‘‘প্রধানমন্ত্রী বিবিসিকে ও পরে দেশে অ্যামেরিকার সমালোচনা করে কথা বললেন৷ এরপরের  ঘটনাগুলো দেখেন,'' বলেন তিনি৷

নিষেধাজ্ঞার পর সামাজিক গণমাধ্যমসহ সবজায়গায় মানুষ উৎসব করছে বলে মন্তব্য করেন পার্থ৷ তিনি মনে করেন, গাজীপুরে নির্বাচনে বেশি মানুষের অংশ নেয়ার কারণ এরই মার্কিন নিষেধাজ্ঞা৷

বিজেপি চেয়ারম্যান বলেন, ‘‘মানুষ কেন্দ্রে আসা বন্ধ করে দিয়েছিল৷ অ্যামেরিকার ঘটনার পর ৫০ ভাগ ভোট পড়েছে৷ হয়তো মানুষের মধ্যে আস্থা ফিরেছে যে এবার কারচুপি হবে না৷''

আলোচনা প্রসঙ্গে এক পর্যায়ে তিনি বলেন, ‘‘এখন তো মানুষ কারচুপি হলে নির্বাচন কমিশন নয়, বরং মার্কিন দূতাবাসে ছবি পাঠাবে৷'' এই নির্বাচনে বিদেশিরা আগেরবারের চেয়ে অনেক বেশি ‘জড়িত' বলে মনে করেন তিনি৷

নির্বাচনের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, এখনো জোটের রাজনীতি বা মেরুকরণ শুরু হয়নি৷

অনুষ্ঠানে আরো ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন৷ তিনি মনে করেন, গাজীপুরের নির্বাচনে গণতন্ত্রের জয় হয়েছে, এবং সেখানে নৌকা হারেনি৷

‘‘নির্বাচন কমিশন যে নিরপেক্ষ, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গণতন্ত্রের কথা বলেছেন, সেই গণতন্ত্র যে দেশে আছে, তা আবারো প্রমাণিত হয়েছে,'' বলেন আহমদ হোসেন৷ তিনি আরো বলেন, ‘‘জাতীয় নির্বাচনে জাহাঙ্গীর নৌকার পক্ষেই থাকবেন৷''

মার্কিনিদের সঙ্গে সম্পর্কের উন্নতি হয়েছে দাবি করে তিনি বলেন, ‘‘প্রটোকল উঠে যাচ্ছে৷ সামনে দেখুন আরো কী কী হয়৷''

মার্কিন ভিসা নিষেধাজ্ঞায় বিএনপি বেকায়দায় পড়েছে বলে দাবি করেন তিনি৷ বলেন, ‘‘এখন তারা বলতে পারবে না যে নির্বাচনে আসবে না৷ আগুন সন্ত্রাস করতে পারবে না৷ তাহলে নিষেধাজ্ঞার কবলে পড়বে৷''

বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না তা নিয়ে আওয়ামী লীগ ভাবছে না বলে দাবি করেন তিনি৷ বলেন, আওয়ামী লীগ অংশগ্রহণমূলক নির্বাচন চায়৷ সেখানে বিএনপি চাইলে আসতে পারে৷

জেডএ/এআই