1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘এই দেশে ভিন্নমত পোষণ করা কি অপরাধ?'

১৬ ডিসেম্বর ২০২২

সদ্য পদত্যাগ করা বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, সরকার বিরোধী মতের প্রতি সহনশীল না৷ তারা অন্যায়ভাবে বিএনপির নেতাকর্মীদের আটক করেছে৷

https://p.dw.com/p/4L51g
খালেদ মুহিউদ্দীন জানতে চায়ছবি: DW

ডয়চে ভেলের খালেদ মুহিউদ্দীন জানতে চায় টকশোতে উপস্থিত হয়ে বিএনপি নেতা রুমিন ফারহানা এসব অভিযোগ করেন৷ তিনি বলেন, ১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে এতটা ‘হাইপ' তৈরি হবার কারণ আইনশৃঙ্খলা বাহিনী তিন চারদিন আগে থেকে জায়গাটি ঘিরে রেখেছে৷ তিনি অভিযোগ করে বলেন, তারা ‘কী নিয়ে ভেতরে গেল' তা সাংবাদিকদের দেখতে দেয়নি৷ ‘‘রাত তিনটায় কেন মহাসচিবকে গ্রেফতার করা হল?,'' প্রশ্ন করেন তিনি৷

এক পর্যায়ে তিনি প্রশ্ন করেন, ‘‘এই দেশে বিএনপি করা কি অপরাধ? এই দেশে ভিন্নমত পোষণ করা কি অপরাধ?''

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের  নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু৷ তিনি বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে৷ জনগণকে সুরক্ষা দেয়া তাদের কাজ৷ ‘‘গত পাঁচ বছর ধরেই তো রাস্তা বন্ধ করে সমাবেশ বন্ধ,'' নয়াপল্টনে পুলিশের অনুমতি না দেয়া প্রসঙ্গে বলেন তিনি৷ আওয়ামী লীগ কি রাস্তা দখল করে সমাবেশ করেছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘সমাবেশ হয়েছিল মাঠে৷ অতিরিক্ত জনসমাবেশের কারণে রাস্তা ব্লক হয়ে গিয়েছিল৷ তখন রাস্তা বন্ধ করে দেয়া হয়৷'' এ কারণেই এখন যেন কেউ রাস্তা বন্ধ করে সমাবেশ না করতে পারে, তাই পুলিশ ব্যবস্থা নিচ্ছে বলে উল্লেখ করেন তিনি৷

এদিকে, রুমিন ফারহানা সংসদ থেকে পদত্যাগ বিষয়ে বলেন, সংসদে যোগ দেয়া যেমন দলীয় সিদ্ধান্ত ছিল, তেমনি সংসদ থেকে পদত্যাগ করাও দলীয় সিদ্ধান্ত৷ ‘‘তবে এটি আমাদের ব্যক্তিগত সিদ্ধান্তও ছিল,'' বলেন তিনি৷

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে মায়ের কান্না সংগঠনের ঘটনার বিষয়ে রুমিন বলেন, ‘‘উনি যে গেছেন, তা সরকারের তরফে একেবারেই পছন্দ হয়নি৷'' বাবু বলেন, ‘‘পিটার হাসকে ঘিরে ধরা মোটেই ঠিক হয়নি৷ তবে একজন কূটনীতিক এভাবে বিচরণ করবেন তা তো সরকারকে জানাতে হবে৷ দায়দায়িত্ব যেহেতু সরকারের ওপর আসে, সরকারকে অবহিত করাও দরকার৷''

জেডএ/এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য