1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিডিআর বিদ্রোহে হত্যা মামলা

১০ জুলাই ২০১২

বাংলাদেশে বিডিআর বিদ্রোহে হত্যা মামলার বিচার শেষ পর্যায়ে আছে বলে জানিয়েছেন মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি অ্যাডভোকেট আনিসুল হক৷ তিনি জানিয়েছেন, এরই মধ্যে ২৭০ জন সাক্ষীর জবানবন্দি নেয়া হয়েছে৷

https://p.dw.com/p/15UA7
ছবি: Harun Ur Rashid

বাংলাদেশে ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে বিডিআর বাদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন৷ সেই নির্মম হত্যা মামলার বিচার শুরু হয় গত বছর, বিশেষ আদালতে৷ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি অ্যাডভোকেট আনিসুল হক জানান, এরই মধ্যে যে ২৭০ জন সাক্ষীর জবানবন্দি নেয়া হয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ অনেক সাক্ষী রয়েছেন৷ মামলা প্রমাণের জন্য তাদের হাতে যথেষ্ঠ সাক্ষ্য এবং আলামত আছে৷ যে গতিতে মামলার কাজ এগোচ্ছে তাতে বিচার কাজ শেষ হতে বেশি দিন সময় লাগবেনা৷

Bangladesh verschwundene Offiziere nach Meuterei
‘হত্যা মামলার বিচার শেষ পর্যায়ে ’ছবি: DW / Kumar Dey

এই মামলায় সাক্ষ্য দিতে সাবেক সেনা প্রধান মইন ইউ আহমেদ এবং পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদকে নোটিশ দেয়া হয়েছে৷ তবে এ মুহূর্তে তারা দু'জনই দেশের বাইরে আছেন৷ যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাবেক সেনা প্রধান মইন ইউ আহমেদ সাক্ষী দিতে আপাতত দেশে আসতে পারছেন না বলে রাষ্ট্রপক্ষকে জানিয়ে দিয়েছেন৷ আনিসুল হক জানিয়েছেন, শেষ পর্যন্ত তিনি সাক্ষী দিতে না পারলেও মামলা প্রমাণে কোনো সমস্যা হবেনা৷

এদিকে যে রিপোর্টের ভিত্তিতে বিডিআর বিদ্রোহের বিচার বন্ধের দাবি জানিয়েছে ‘হিউম্যান রাইটস ওয়াচ' - সেই রিপোর্ট তথ্য নির্ভর নয় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি অ্যাডভোকেট আনিসুল হক৷ তিনি বলেন, এই রিপোর্ট তৈরি করতে গিয়ে তারা একদিনও সরেজমিনে বিচার প্রক্রিয়া প্রত্যক্ষ করেনি৷ আর অনেক আগে নেয়া সাক্ষাৎকারের ভিত্তিতে তারা রিপোর্ট তৈরি করেছে৷

প্রসঙ্গত, বিডিআর বিদ্রোহে হত্যা মামলায় মোট ৮৪৭ জনের বিচার চলছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য