1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চেম্বারলেইনের কাহিনী

১২ জুন ২০১২

১৯৮৮ সালের ছবি ‘এ ক্রাই ইন দ্য ডার্ক’৷ অভিনয় করেছিলেন মেরিল স্ট্রিপ এবং স্যাম নিল৷ অস্ট্রেলিয়ার একটি পরিবার ক্যাম্পিং-এর সময় তাদের বাচ্চাকে হারিয়ে ফেলেন৷ ধরে নেয়া হয়,মা তার বাচ্চাটিকে মেরে ফেলেছেন৷ শুরু হয় মামলা৷

https://p.dw.com/p/15ChQ
ছবি: Fotolia/CALLALLOO Canis

৩২ বছর পর মামলার মীমাংসা হয়৷ বন্য কুকুর ৯ সপ্তাহের আজারিয়া চেম্বারলেইনকে তুলে নিয়ে গেছে তা নিশ্চিত করা হয়৷ প্রায় তিন শতক ধরে মামলা চলছিল৷ শেষ পর্যন্ত নির্দোষ প্রমাণিত হলেন চেম্বারলেইন দম্পতি৷ ডারউইনের আদালতে আজ রায় ঘোষণা করা হয়৷

বাস্তবে যা ঘটেছিল তা হল – ১৯৮০ সালের ঘটনা৷ চেম্বারলেইন পরিবার ক্যাম্পিং-এ যান৷ লিন্ডি চেম্বারলেইন তখন চার মাসের অন্তঃসত্তা৷ আরো কয়েকটি পরিবার সঙ্গে ছিল৷ ক্যাম্পিং-এর স্থান উলুরু যা আগে আয়ার্স রক নামে পরিচিত ছিল৷

১৯৮০ সালের ১৭ই আগস্ট তাঁবুর মধ্যে থেকে নয় সপ্তাহের ঘুমন্ত কন্যা আজারিয়া চেম্বারলেইনকে বন্য কুকুর তুলে নিয়ে যায়৷ আজারিয়ার লাশ আর কখনো পাওয়া যায়নি৷ আজারিয়ার বাবা-মা লিন্ডি এবং মাইকেল শুরু থেকেই বলে আসছিলেন,যে তারা নির্দোষ৷ বন্য কুকুর বা কুকুরের দল তাদের কন্যাকে নিয়ে গেছে৷ তাতেও কোন লাভ হয়নি৷ আদালত তাদের দোষী সাব্যস্ত করে৷ লিন্ডি চেম্বারলেইনকে তিন বছরের দণ্ড দেয়া হয়৷

এই ঘটনার ঠিক আট বছর পর ১৯৮৮ সালে হলিউডে তৈরি হয় ‘এ ক্রাই ইন দ্য ডার্ক'৷ লিন্ডি চেম্বারলেইনের ভূমিকায় অভিনয় করেন মেরিল স্ট্রিপ৷ মার্কিন এই অভিনেত্রী এই ছবিতে অভিনয়ের খাতিরে ভিন্ন সুরে এবং টানে ইংরেজি কথা বলেছেন৷ ছবিতে অভিনয়ের কারণে তিনি অস্কারের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর মনোনয়নও পেয়েছিলেন৷ চুল কেটে ছিলেন অনেক ছোট করে, কালো রঙ করিয়ে নিয়েছিলেন৷ লিন্ডি চেম্বারলেইন বাস্তবে যেভাবে কথা বলেন, তা শিখতে হয়েছিল মেরিল স্ট্রিপকে৷

প্রতিবেদন: রয়টার্স / মারিনা জোয়ারদার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য