1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যাত্রীদের মাস্কসহ সেলফি তোলার প্রস্তাব উবারের

২ সেপ্টেম্বর ২০২০

সচেতন যাত্রীদের আবার ফিরিয়ে আনতে নতুন নিয়ম ঘোষণা করেছে বিশ্বের সবচেয়ে বড় রাইড শেয়ারিং সার্ভিস উবার৷ এই নিয়ম অনুযায়ী সব যাত্রীকে মাস্ক পরে সেলফি তুলতে হবে৷

https://p.dw.com/p/3htz1
ছবি: Reuters/M. Blake

সানফ্রান্সিসকো ভিত্তিক টেকনিক্যাল রাইড সার্ভিস উবার মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, কোনো যাত্রীকে উবার ব্যবহারের জন্য মাস্কসহ সেলফি তুলতে হবে৷ গত মে মাসে এই নতুন নীতি আরোপ করা হয়েছে এবং এই নিয়ম বাস্তবায়নের পর থেকে ৩৫ লাখেরও বেশি উবার চালক ১০ কোটিরও বেশি যাত্রীকে চেক করেছে৷

উবারে যাত্রীদের ছবি শনাক্তকরণ সিস্টেমটি অটোমেটিক তবে তা যাত্রীদের বায়োমেট্রিক তথ্য দেয় না৷ কোম্পানি আরো জানায়, যাত্রীর মাস্ক পরা না থাকলে সেক্ষেত্রে যাত্রী এবং চালক দুই পক্ষের কোনো জরিমানা ছাড়াই ট্রিপ বাতিল করা সম্ভব৷

অ্যামেরিকা এবং ক্যানাডায় চলতি মাসের শেষদিক থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে এবং তারপর অন্যান্য দেশেও চালু করা হবে৷

করোনা মহামারির শক্ত ছোবলে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উবার৷ স্যোশাল ডিসটেন্সিং বজায় রাখতে অনেক বার, রেস্তোরাঁ বা অন্যান্য অনুষ্ঠান বন্ধ ছিলো ফলে তখন অনেক যাত্রী উবার ব্যবহার করেনি৷

উবারের সাম্প্রতিক ট্রিপের সংখ্যা গত বছরের তুলনায় শতকরা ৫৬ ভাগ কমে গেছে৷ যে কারণে সচেতন যাত্রীদের আবার ফিরিয়ে আনার জন্য উবারের নতুন করোনা সুরক্ষা ব্যবস্থা খুবই জরুরি৷ নতুন নিয়ম অনুযায়ী করোনায় ক্ষতিগ্রস্ত উবার চালকদের ক্ষতি পুষিয়ে নেওয়ার একটি প্রচেষ্টা হিসেবেও দেখা হচ্ছে৷

এনএস/কেএম(এপি, ডিপিএ)