1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘উন্নয়ন এবং গণতন্ত্রে আওয়ামীলীগ কে ১০০ তে ৮৫ দেবো'

১৪ জুলাই ২০২৩

"ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়" টকশোতে এবারের আলোচনার বিষয় ছিল: মার্কিন কূটনীতিকদের সফরে বাংলাদেশি রাজনৈতিক দলগুলোর প্রাপ্তি নিয়ে।

https://p.dw.com/p/4Tw6t
শামসুল আলম বলেন, ‘‘প্রধানমন্ত্রী যখন অভ্যন্তরীণ রাজনীতিতে সংসদে কথা বলেন, তখন দেশবাসীর উদ্দেশে কথা বলা হয়। যেটাতে রাজনীতির প্রভাব বেশি থাকে।''
শামসুল আলম বলেন, ‘‘প্রধানমন্ত্রী যখন অভ্যন্তরীণ রাজনীতিতে সংসদে কথা বলেন, তখন দেশবাসীর উদ্দেশে কথা বলা হয়। যেটাতে রাজনীতির প্রভাব বেশি থাকে।''ছবি: DW

সাপ্তাহিক এই আয়োজনে অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।

মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ সফরএবং প্রধানমন্ত্রীর বিবিসির সাক্ষাৎকারের প্রশ্নে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘‘প্রধানমন্ত্রী যখন অভ্যন্তরীণ রাজনীতিতে সংসদে কথা বলেন, তখন দেশবাসীর উদ্দেশে কথা বলা হয়। যেটাতে রাজনীতির প্রভাব বেশি থাকে। আর যখন কুটনৈতিক দলের সাথে কথা বলা হয় তখন তাকে আন্তর্জাতিক রাজনীতির দিকে মনোযোগ দিয়ে কথা বলা হয়।''

প্রধানমন্ত্রী এক সাক্ষাৎকারে বলেছেন, ‘‘যারা আমাদের উপরে নিষেধাজ্ঞা দিবেন আমরা তাদের থেকে কেনাকাটা করবো না।'' এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রতিমন্ত্রী বলেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রী জেনে বুঝে অত্যন্ত সতর্কতার সাথেই বলেছেন। আমেরিকাকে কোনোভাবে পরিহার করার মনোভাব ছিলো বলে মনে হয় না।''

তিনি আরও বলেন, ‘‘ভুল বুঝাবুঝি হয় নি, মতভেদ হয়েছে সেটা।''

অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘‘এই সফর নিয়ে তার কৌতূহল ছিলো কারণ এই সফর ছিল অনেক উচ্চ পর্যায়ের। তারা নিশ্চয়ই কোন বার্তা দিতে এসেছে সরকারকে যা আমেরিকা এবং ইউরোপ এর পরবর্তী কার্যক্রমে বুঝা যাবে৷''

তিনি আরও বলেন, ‘‘আমেরিকা বলেছে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে হবে এবং তারা কার্যকরভাবে কাজ করবে। কুটনৈতিকভাবে বলেছে সকারের সাথে কাজ করবে, তারা তো বলতে পারবে না যে বিরোধী দলের সাথে কাজ করবে। সেটা বললে বুঝবে সরকার বিরোধী কাজ করছে।''

প্রতিনিধিদলের সাথে সরকারের বৈঠক এর পরে দূরত্ব কমেছে এমন বক্তব্যের জবাবে অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘‘শেখ হাসিনা বিবিসির সাথে বলেছেন আমেরিকা চায় না আমি ক্ষমতায় থাকি। সেটা তো দেশের সংসদে না। মতানৈক্যটা অনেক বড়। এতো দ্রুত এটা দূর হওয়ার কথা না। আওয়ামীলীগের পক্ষে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেয়া সম্ভব নয়। বিএনপি থাকলেও পারতো না৷''

২১ শে আগস্টের গ্রেনেড হামলার প্রশ্নে, অধ্যপক আসিফ নজরুল বলেন, ‘‘একদিনের নারকীয়তার সাথে এই সরকারের আমলে একশ দিনের নারকীয়তার তুলনা হয় না।''

গণতন্ত্র এবং উন্নয়ন দুই সূচকে আওয়ামীলীগকে কতো পয়েন্ট দিবেন উপস্থাপক খালেদ মুহিউদ্দীনের এই প্রশ্নের জবাবে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম দুটো একত্রে করে বলেন, ‘‘আমি ১০০ তে ৮৫ দেবো আওয়ামীলীগ সরকার কে।''

অপরদিকে আসিফ নজরুল উন্নয়নে ১০০তে ৬০ এবং গণতন্ত্রে ১০০ তে ২০ দিয়েছেন।

এসএইচ/এআই