1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘উন্নত’ সালোকসংশ্লেষ?

২৫ জুন ২০২৪

উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজ ও অক্সিজেন সৃষ্টি করে৷ কার্বন যৌগ গ্লুকোজ উদ্ভিদের মধ্যেই থেকে যায়৷ সেটির বৃদ্ধির কাজে সাহায্য করে৷ অক্সিজেন পরিবেশে চলে যায়৷ আরো উন্নত সালোকসংশ্লেষ প্রক্রিয়া যদি আরো অক্সিজেন ও আরো কার্বন যৌগ সৃষ্টি করতে পারে, তাহলে কেমন হয়?

https://p.dw.com/p/4hTrP