1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা চায় জার্মানি

২৮ মার্চ ২০২২

চলমান ইউক্রেন সংকটের প্রেক্ষাপটে ভবিষ্যতে রাশিয়ার হামলার আশঙ্কা প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে জার্মানি৷ চ্যান্সেলর শলৎস এমনকি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা কেনার সম্ভাবনার কথাও বলেছেন৷

https://p.dw.com/p/4977Y
Israel I Arrow-3 Rakete
ছবি: Israeli Defence Ministry/AFP

ইউক্রেনের উপর রাশিয়ার হামলা জার্মানি তথা ইউরোপের নিরাপত্তা ও প্রতিরক্ষা সম্পর্কে মৌলিক মনোভাব কতটা বদলে দিয়েছে, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস তা স্পষ্ট করে দিলেন৷ রাশিয়ার মতো পরমাণু অস্ত্রধর দেশের সাম্প্রতিক আচরণের কারণে প্রতিরক্ষা কাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিচ্ছে জার্মানি৷ সামরিক খাতে আর্থিক বরাদ্দ নাটকীয় মাত্রায় বাড়ানোর পাশাপাশি অত্যাধুনিক সরঞ্জাম কিনছে সরকার৷ এর আওতায় ইসরায়েলের ‘আয়রন ডোম' ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার আদলে গোটা দেশকে সুরক্ষার বলয়ে মুড়ে ফেলার উদ্যোগও রয়েছে৷

রোববার জার্মানির এআরডি নেটওয়ার্কের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে শলৎস এমন উদ্যোগের কথা স্বীকার করেন৷ তার মতে, এমন প্রস্তুতির পেছনে সঙ্গত কারণ রয়েছে৷ শলৎস বলেন, এক প্রতিবেশী দেশ নিজস্ব স্বার্থ কায়েম করতে বর্তমানে বলপ্রয়োগ করতে প্রস্তুত৷ তাই সবাই মিলে উদ্যোগ নিয়ে সেই আশঙ্কা দূর করতে হবে৷ তবে সার্বিক সামরিক সজ্জা সম্পর্কে তিনি বিস্তারিত কোনো তথ্য দেন নি৷

জার্মানির ‘বিল্ড' সংবাদপত্রের সূত্র অনুযায়ী জার্মানি ইসরায়েলের কাছ থেকে ‘অ্যারো ৩' ক্ষেপণাস্ত্র প্রতিরোধ প্রণালী কেনার পরিকল্পনা করছে৷ ২০০ কোটি ইউরো মূল্যের এই কাঠামো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার ক্ষমতা রাখে৷ ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে, এমনকি স্ট্র্যাটোস্ফিয়ার পর্যন্ত উড়ে গিয়ে এমন ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে ‘অ্যারো ৩'৷ বর্তমানে জার্মানির ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ‘পেট্রিয়ট' কাঠামোর সেই ক্ষমতা নেই৷ জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য এখনো কোনো চূড়ান্ত পরিকল্পনা প্রকাশ্যে পেশ করে নি৷ তবে সংবাদ সংস্থা ডিপিএ-র সূত্র অনুযায়ী জার্মান সংসদের নিম্ন কক্ষের প্রতিরক্ষা কমিটির এক প্রতিনিধিদল রোববারই ইসরায়েল সফর শুরু করেছেন৷

রোববারের সাক্ষাৎকারে শলৎস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে তার সংলাপের উপর আরও আলোকপাত করেন৷ শলৎস বলেন, তিনি পুটিনকে সরাসরি রাসায়নিক বা জৈব অস্ত্র প্রয়োগ সম্পর্কে সতর্ক করে দিয়েছেন৷ ইউক্রেনের হাতে এমন অস্ত্র রয়েছে বলে মিথ্যা দাবি করে রাশিয়াও নিজস্ব অস্ত্র প্রয়োগ করলে তার পরিণাম ভয়াবহ হবে বলে জার্মান চ্যান্সেলর মন্তব্য করেন৷ তবে তিনি আবার বলেন, ন্যাটো সরাসরি রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়বে না৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও জৈব-রাসায়নিক ক্ষেপণাস্ত্র হামলার মুখে প্রবল প্রতিক্রিয়ার যে হুমকি দিয়েছেন, শলৎসও তার পুনরাবৃত্তি করেন৷ ইউক্রেনকে সামরিক সহায়তার ক্ষেত্রে ঢিলেমির অভিযোগ উড়িয়ে দিয়ে শলৎস বলেন, সার্বিক সমন্বয়য়ের মাধ্যমে সে দেশকে প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করা হচ্ছে৷ নিরাপত্তার খাতিরে গন্তব্যে অস্ত্র পৌঁছানো পর্যন্ত সে বিষয়ে প্রকাশ্যে কিছু জানানো হচ্ছে না বলে দাবি করেন জার্মান চ্যান্সেলর৷

এসবি/কেএম (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য