1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তরার বস্তির আগুনে তিনজন নিহত

৪ জানুয়ারি ২০২২

ঢাকার উত্তরার চণ্ডালভোগের মানিক বস্তিতে মঙ্গলবার ভোরে খালপাড়ে সরকারি খাস জমিতে নির্মিত সুরুজ মিয়ার ঘরে আগুন লেগে তিন জনের মৃত্যু হয়েছে৷

https://p.dw.com/p/456kk
Bangladesch Symbolbild Feuer
ছবি: picture-alliance/Photoshot

অগ্নিকাণ্ডের ঘটনাটি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয় বলে খবর প্রকাশ করেছে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

অগ্নিকান্ডে নিহতরা হলেন, দিনাজপুরের বাসিন্দা ১৯ বছর বয়সি জাহাঙ্গীর, ১৭ বছর বয়সি রুমা আক্তার ও ১৪ বছরের আফরিন৷

তিনজনের মরদেহ তাদের কাছে  হস্তান্তর করা হয়েছে বলে তুরাগ থানার ওসি মেহেদী হাসান বিডিনিউজকে জানিয়েছেন৷ জাহাঙ্গীর ও রুমা সহোদর ভাইবোন৷ তারা স্থানীয় পোশাক কারখানার কর্মী৷ তাদের খালাতো বোন আফরিন তুরাগ এলাকার এক মাদ্রাসার ছাত্রী ছিল এবং পরিবারের সঙ্গে পাশেই এক বাসায় থাকতো৷ সে খালাতো ভাইবোনের বাসায় বেড়াতে এসেছিল৷

ভোর সোয়া ৪টার দিকে তারা আগুনের খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দুর্ঘটনাস্থলে যায় এবং পৌনে ৬টার দিকে আগুন নেভানো সম্ভব হয় বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা খালেদা আক্তার জানান৷

দুই কক্ষের একটি টিনশেড ঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান