1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তরপ্রদেশে গ্রামীণ স্বাস্থ্য মিশন কেলেঙ্কারির জের

৬ জানুয়ারি ২০১২

ভারতের উত্তরপ্রদেশে আর্থিক কেলেঙ্কারিতে দুজন আমলাসহ আরো তিনজনকে আজ গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো৷ ঐ দুর্নীতির দায়ে মায়াবতীর দল থেকে বিতাড়িত সাবেক পরিবার কল্যাণমন্ত্রী বাবু সিং কুশওয়াকে ঠাঁই দিয়ে বিজেপি বিপাকে৷

https://p.dw.com/p/13fLe
India's Health Minister C.P. Thakur, second from right, visits a patient suffering from pneumonic plague in a hospital in Chandigarh, India, Thursday, Feb. 21, 2002. At least 4 people have died from the disease in India's north, but doctor's feel it has been contained. (AP Photo/Press Trust of India) **INDIA OUT**
প্রতীকী ছবিছবি: AP

উত্তরপ্রদেশে দশ হাজার কোটি টাকার জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন প্রকল্পে আর্থিক দুর্নীতির জেরে সিবিআই'এর এই গ্রেপ্তার পদক্ষেপ৷ গ্রেপ্তার হয়েছেন যারা তাদের মধ্যে আছেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রাক্তন মহাঅধিকর্তা৷ এর আগে রাজ্যের পরিবার কল্যাণমন্ত্রী বাবু সিং কুশওয়ার বাসভবনসহ, ৬০টি জায়গায় হানা দেবার পর এদের গ্রেপ্তার করা হয়৷

কেন্দ্রের দেয়া টাকা খরচে অনিয়ম করায় সরকারের লোকসান হয় ২৮ কোটি টাকা, এই অভিযোগে সিবিআই তাঁদের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করেছে৷ বলা হয়, ১৩৪টি জেলা হাসপাতাল উন্নীত করার কাজ ঠিকমত না হওয়া, হাসপাতালগুলিতে নিম্ন মানের ওষুধপত্র ও সাজসরঞ্জাম সরবরাহ করায় এই লোকসান ৷

এদিকে মায়াবতীর দল থেকে বিতাড়িত অনগ্রসর সম্প্রদায়ের নেতা সাবেক পরিবার কল্যাণমন্ত্রী কুশওয়াকে বিজেপি ঠাঁই দেয়ায় দলের ভেতরে শুরু হয়েছে অন্তর্কলহ৷ যাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে নির্বাচনের মুখে সেই ব্যক্তিকে দলে নেওয়ায় দলের একাংশ ক্ষুব্ধ৷ বিজেপি সাংসদ মেনকা গান্ধী মনে করেন, উত্তপ্রদেশে দলের নেতা-কর্মীদের মত নেওয়া হয়নি, হলে সবাই না বলতেন৷ শুধু কুশওয়া কেন বিএসপির বহিষ্কৃত কাউকেই নেয়া উচিত নয়৷

দলের প্রবীণ নেতা ও সাংসদ যশবন্ত সিনহা অবশ্য মনে করেন, কুশওয়া বিজেপিতে এসেছেন হুইশল ব্লোয়ার হিসেবে৷ মায়াবতী সরকারে যাঁরা দুর্নীতিতে জড়িত তাদের স্বরূপ ফাঁস করে দিয়েছেন উনি৷

দলের প্রকাশ্য বিরোধিতা করায় বিজেপির রাজ্য কর্মসমিতি একজনকে সাসপেন্ড করেছে৷এই মুহূর্তে দেশজুড়ে এবং জাতীয় রাজনীতিতে দুর্নীতির বিরুদ্ধে অভিযানে বিজেপি যেভাবে মুখ্য ভূমিকা নিয়েছে এর ফলে সেটা বড়সড় ধাক্কা খেলো, এমনটাই মনে করছে পর্যবেক্ষক মহল৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য