উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী আনার জন্য ব্লু কার্ড
২৪ নভেম্বর ২০০৮ইউরোপীয় পার্লামেন্ট একই সাথে দাবি করেছে প্রস্তাবে কিছু পরিবর্তন আনার বিশেষ করে কর্মী অভিভাসীদের ইউরোপে থাকার দীর্ঘদিনের অনুমতি পত্র এবং উচ্চ সর্বনিম্ন বেতন প্রদান৷ তবে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নের নিজ নিজ সরকারগুলো৷ তারা চায় ব্লু কার্ডের নিয়মকানুন সম্পর্কে বছর শেষ হওয়ার আগেই চূডান্ত সিদ্ধান্ত নিতে৷ কর্মীদের থাকার অনুমতি ও কাজের যৌথ অনুমতি পত্র দেয়া হবে দুই হাজার এগারো সাল থেকে৷ এই ব্যবস্থা ইউরোপীয় ইউনিয়নে বিশেষজ্ঞ কর্মীর অভাব মেটাতে সাহায্য করবে৷
ইউরোপীয় পার্লামেন্টের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রীন কার্ডের আদলে ইউরোপীয় ইউনিয়নে ব্লু কার্ড এর মেয়াদ হবে আপাতত তিন বছরের এবং পরে তা আরো দুই বছর বাড়ানো যেতে পারে৷ ব্লু কার্ডের কল্যানে চীন, বাংলাদেশ ও রাশিয়ার কর্মীরা ইউরোপীয় ইউনিয়নে বৈধভাবে কাজ করতে পারবেন এবং বসবাস করতে পারবেন পাঁচ বছর পর্যন্ত - বলেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য মানফ্রেড বেব্যার৷ তবে ইউরোপীয় ইউনিয়নের সরকারগুলো চায় সময়সীমা চার বছরে সীমাবদ্ধ রাখতে৷
এছাড়া পার্লামেন্ট ব্লু কার্ড অধিকারীদের সর্বনিম্ন মোট আয় এক দশমিক সাত গুণ বাড়ানোর পক্ষে মত প্রকাশ করেছে স্ব স্ব রাজ্যের গড় আয়ের তুলনায়- জানান ইউরোপীয় পার্লামেন্ট সদস্য এবা ক্লাম্ট ৷ কিন্তু পরিষদ এক দশমিক পাঁচ গুণ বাড়ানোর পক্ষপাতী৷ এর ফলে আরো বেশি বিশেষজ্ঞ বিদেশী কর্মী ব্লু কার্ডের অধিকারী হতে পারবেন৷ ক্লাম্ট এর মতে, ব্লু কার্ড জার্মানিতে ব্যাপক ইন্জিনিয়ারের অভাব দূর করতে সাহায্য করবে৷ বর্তমানে এ দেশে আনুমানিক ৯৫ হাজার ইন্জিয়ারের পদ খালি রয়েছে৷
পরিকল্পনা অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন রাষ্ট্র নীতিগতভাবে শ্রমবাজার নিয়ন্ত্রণে রাখবে এবং তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে কতগুলো ব্লু কার্ড তারা দেবে বহিরাগত বিশেষজ্ঞ কর্মীদের৷ ইউরোপীয় ইউনিয়ন কমিশন জানিয়েছে, আগামী কুড়ি বছরের মধ্যে ইউরোপে দুই কোটি বিশেষজ্ঞ কর্মীর অভাব ঘটবে৷