1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্দলীয় সরকারের রূপরেখা

১২ আগস্ট ২০১২

নির্দলীয় সরকারের একটি রূপরেখা দেশের মানুষের কাছে প্রকাশ করবে বিএনপি৷ আর প্রকাশের পর তা বাস্তবায়নের জন্য দেশের মানুষকে সঙ্গে নিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ৷

https://p.dw.com/p/15o9F
ছবি: picture-alliance/Dinodia Photo

বিএনপি নেতা হান্নান শাহ বলেছেন ঈদের পর এই রূপরেখা প্রকাশ করা হবে৷

বিএনপি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা প্রকাশ করবে আন্দোলনকে বেগবান করতে৷ স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, এই রূপরেখা দেশের মানুষের সামনে তুলে ধরে তা বাস্তবায়নে সরকারের ওপর চাপ সৃষ্টি করা হবে৷ আর রূপরেখা তৈরিতে স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কাজও হচ্ছে বলে জানান তিনি৷ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে সমানে রেখে তারা এই রূপরেখা তৈরি করছেন৷

তিনি প্রধানমন্ত্রীর প্রস্তাবিত অন্তর্বর্তী সরকারের ধারণাকে প্রত্যাখ্যান করার কারণও ব্যাখ্যা করেন৷ তিনি বলেন সেই সরকারের প্রধান যদি প্রধানমন্ত্রী নিজেই হন তাহলে এর কোন নিরপেক্ষতা থাকেনা৷ নির্বাচনকালীন সরকারের প্রধানকে অবশ্যই নিরপেক্ষ এবং নির্দলীয় হতে হবে৷

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন, নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে তাঁরা কাজ করছেন৷ আর বিএনপির আরেক নেতা হান্নান শাহ বলেছেন ঈদের পর তাঁরা এই রূপরেখা প্রকাশ করবেন৷

প্রতিবেদন: হারুর উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য