1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদে বাড়ির টান, কিন্তু টিকেট কোথায়?

২১ আগস্ট ২০১১

বাস-ট্রেন আর লঞ্চে টিকেট সঙ্কট এর সঙ্গে যোগ হয়েছে সড়কের দুরবস্থা৷ সব মিলিয়ে রাজধানীর মানুষ এবার ঈদে গ্রামে প্রিয়জনের সান্নিধ্যে যেতে পারবেন কিনা তা নিয়ে সংশয়ে আছেন৷

https://p.dw.com/p/12Kcm
ছবি: picture-alliance / dpa/dpaweb

আর টিকেট কলোবাজারীর কারণে টিকেটের দামও যাচ্ছে বেড়ে৷ তবে যোগাযোগমন্ত্রী আবারো আশ্বাস দিয়েছেন ঈদের আগেই রাস্তাঘাট যানবাহন চলাচলের উপযোগী হবে৷

যানবাহনে ঈদের অগ্রিম টিকেট দেয়া শুরু হওয়ার পর শোনা যাচ্ছে সেই চিরাচরিত অভিযোগ, টিকেটের দাম বেশি নিচ্ছেন পরিবহন মালিকরা৷ তবে তারা এই অভিযোগ অস্বীকার করছেন আগের মতই৷

আর অগ্রিম টিকেট দেয়া শুরুর পর পরই বাস-ট্রেন-লঞ্চে শুরু হয়েছে টিকেট সংকট৷ এত আগে টিকেট কাটার জন্য লাইন দিয়েও অনেকে টিকেট পাচ্ছেন না৷ তবে কালোবাজারে টিকেট মিলছে উচ্চমূল্যে৷ তার ওপর রাস্তা- ঘাটের বেহাল অবস্থায় অনেকই হয়তো এবার ঈদে গ্রামের বাড়ি যেতে পারবেন না৷

এদিকে ট্রেনে অগ্রিম টিকেট দেয়া শুরু হলেও অনেকেই লাইনে দাঁড়িয়েও টিকেট পাচ্ছেন না বলে অভিযোগ করেন৷ তারা অভিযোগ করেন ট্রেনের টিকেট সব ভিআইপিদের দখলে৷ কমলাপুর ষ্টেশনের ষ্টেশন মাস্টার রণজিত কুমার জানান, কিছু টিকেট ভিআইপিদের জন্য রিজার্ভ থাকলেও যাত্রীদের অভিযোগ ঠিক না৷ যারা লাইনে দাঁড়াচ্ছেন তারা টিকেট পাচ্ছেন৷

যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন আবারো ঢাকা-ময়মনসিংহের ক্ষতিগ্রস্ত মহাসড়ক পরিদর্শন করেছেন৷ তিনি বলেছেন ঈদের আগেই রাস্তাঘাট যানবাহন চলাচলের উপযোগী হবে৷ ঈদে সবাই নিরাপদে বাড়ি যেতে পারবেন৷ তিনি যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দু:খ প্রকাশ করেন৷ তবে ব্যর্থতার দায়ে পদত্যাগের সম্ভাবনাকে তিনি নাকচ করে দেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী