1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদে অতিরিক্ত যাত্রী হয়ে গাড়ির ছাদে ভ্রমণ না করার অনুরোধ

২২ এপ্রিল ২০২২

আসন্ন ঈদে জীবনের ঝুঁকি নিয়ে বাস বা ট্রেনের ছাদে, কিংবা অতিরিক্ত যাত্রী হয়ে নৌযানে ভ্রমণ না করতে যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ।

https://p.dw.com/p/4AIZ8
ফাইল ছবিছবি: DW/M. Rahman

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খবর অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, ‘‘ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য তিনি মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।’’ সেখানে আরো বলা হয়, বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে এক ভার্চুয়াল বৈঠকে ঈদকে সামনে রেখে পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দেন আইজিপি।

পুলিশ কর্মকর্তাদের দেশ ও জনগণের সেবায় কাজ করার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, ‘‘কোভিড-১৯ এর ক্রান্তিকালে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে অনেক মানুষ গ্রামে যাবেন। পুলিশের প্রতিটি ইউনিটের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এসব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’’

এক্ষেত্রে তিনি বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সমন্বয়ের পাশাপাশি, নৌ পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, হাইওয়ে পুলিশ, টুরিস্ট পুলিশ ইউনিটকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

দুই বছর পর ঢাকায় রোজার স্বাভাবিক চিত্র

‘‘আইজি জীবনের ঝুঁকি নিয়ে বাস ও ট্রেনের ছাদে এবং নৌযানে অতিরিক্ত যাত্রী হয়ে ভ্রমণ না করার জন্য যাত্রীসাধারণের প্রতি অনুরোধ জানান’’, বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

সভায় সহকারী মহাপরিদর্শক (এআইজি- অপারেশন্স), মোহাম্মদ এহসান সাত্তার, ঈদকে কেন্দ্র করে শপিং মল, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেল স্টেশন, ঈদ জামাত এবং বিনোদন কেন্দ্র কেন্দ্রিক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং বাহিনীর কল্যাণ সংক্রান্ত সার্বিক তথ্য তুলে ধরেন।

শপিং মল, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকেন্দ্রিক নিরাপত্তায় পোশাকধারী পুলিশের পাশাপাশি নারী পুলিশ ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন এবং বড় ধরনের আর্থিক লেনদেন বা অর্থ পরিবহনের ক্ষেত্রে ‘মানি এস্কর্ট' দেওয়ার সিদ্ধান্ত হয় সভায়।

জাতীয় ঈদগাহসহ দেশের প্রধান প্রধান ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও সভায় আলোচনা হয়।

অতিরিক্ত আইজি মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজি এম খুরশীদ হোসেন, ডিআইজি ওয়াই এম বেলালুর রহমান, ডিআইজি মো. হায়দার আলী খান সহ সকল মহানগরের পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপার এবং বিশেষায়িত ইউনিটের কর্মকর্তারা সভায় অংশ নেন।

এএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)