1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইয়েমেন

ইয়েমেনে তীব্র সংঘর্ষ, নিহত ২৭

৭ সেপ্টেম্বর ২০২২

আল কায়দার সঙ্গে দক্ষিণ ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীদের লড়াই হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

https://p.dw.com/p/4GV0B
ইয়েমেন
ছবি: AP Photo/picture alliance

এএফপি সংবাদসংস্থা জানিয়েছে, সংঘর্ষে ২১ জন বিচ্ছিন্নতাবাদী যোদ্ধা এবং ছয়জন আল কায়দা জঙ্গির মৃত্যু হয়েছে। সূত্র জানিয়েছে, আল কায়দার আরব পেনিনসুলা গ্রুপ সিকিউরিটি বেল্ট গ্রুপের এলাকায় চড়াও হয়। তারপরেই লড়াই শুরু হয়। ডিপিএ সংবাদসংস্থা জানিয়েছে, ঘটনায় ২৭ জন নিহত হয়।

সিকিউরিটি বেল্ট গ্রুপ আরব আমিরাতে যুদ্ধের প্রশিক্ষণ পেয়েছে। তারা সাদার্ন ট্র্যানসিশনাল কাউন্সিলের (এসসিটি) সামরিক শাখা। দক্ষিণ ইয়েমেনকে তারা বাকি ইয়েমেন থেকে আলাদা করতে চায়। বস্তুত, ১৯৯০ সালে দুই ইয়েমেন যুক্ত হয়েছিল। এরপর ইয়েমেনের রাজধানী হুতি বিদ্রোহীরা দখল করে নেয়। তখন থেকেই তাদের সঙ্গে গৃহযুদ্ধ চলছে এসসিটি-র।

বরাবরই এই দলকে সাহায্য করে আরব আমিরাত। ইয়েমেনের স্বীকৃত সরকারের সঙ্গেও তাদের যোগাযোগ আছে। মঙ্গলবার এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর উপর হামলা চালায় আল কায়দা। তীব্র লড়াই হয় দুইপক্ষের। সূত্রের দাবি, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

২০১৪ সাল থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। তারই মধ্যে সেখানে আল কায়দা ক্রমশ নিজেদের জোর বাড়াচ্ছে বলে বিশেষজ্ঞদের বক্তব্য।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি, ডিপিএ)