1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইয়েন্স লেহমান বিশ্বকাপ ফুটবলে জার্মানির এক নম্বর গোলকিপার

আব্দুল্লাহ আল-ফারূক১০ এপ্রিল ২০০৬

সব জল্পনা কল্পনার অবসান ঘটালেন জার্মান জাতীয় ফুটবল দলের ট্রেনার ইউরগেন ক্লিন্সমান৷ জানিয়ে দিলেন, এবারের বিশ্বফুটবল কাপের খেলায় স্বাগতিক দেশ জার্মানির এক নম্বর গোলরক্ষক হিসেবে উপস্থিত হবেন যিনি তিনি অলিভার কান নন৷ তিনি কান-এর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ইয়েন্স লেমান৷

https://p.dw.com/p/DPad
গোলকিপার ইয়েন্স লেহমান
গোলকিপার ইয়েন্স লেহমানছবি: picture-alliance/dpa

আগামী ৯ই জুন শুরু হয়ে যাবে জার্মানির মাঠে বিশ্ব ফুটবল কাপ ২০০৬৷ ঠিক এই সময়েই জার্মান জাতীয় ফুটবল দলের এক নম্বর গোলকিপারের আসনটি নিয়ে গোল মিটিয়ে দিলেন ট্রেনার ক্লিন্সমান৷ জাতীয় দলের হয়ে যিনি ৮৪ বার গোল বারের সামনে দাঁড়িয়েছেন, বায়ার্ন মিউনিখ দলের গোলকিপার সেই অলিভার কানকে পাশ কাটিয়ে বেছে নিয়েছেন তিনি যাঁকে তিনি ইংল্যান্ডের বিখ্যাত আর্সেনাল লন্ডন ক্লাবের গোলরক্ষক ইয়েন্স লেহমান৷ জাতীয় দলের হয়ে যিনি এ পর্যন্ত খেলেছেন ২৯ টি ম্যাচ৷ ১৯৯৮ আর দু হাজার দুই-এর বিশ্বকাপে লেহমান জাতীয় টিমে স্থান পেলেও একটি মিনিটের জন্যও মাঠে তাঁকে নামানো হয় নি৷ গোলে ছিলেন প্রবল পরাক্রান্ত অলিভার কান৷ এবার কানকে ছেড়ে দিতে হল তাঁর এতদিনকার আসনটি৷ আর তাঁর প্রতিদ্বন্দী ইয়েন্স লেহমান-এর করতলগত হল তাঁর জার্মান জাতীয় ফুটবল দলের এক নম্বর গোলকিপার হবার দীর্ঘ লালিত স্বপ্ন৷

ইয়ে ন্স লেহমান-এর পক্ষে নেয়া সিদ্ধান্তকে ট্রেনার ইউরগেন ক্লিন্সমান জাতীয় দলের কোচ হিসেবে তাঁর সবচেয়ে কঠিন সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন৷ এখা নে ওখা নে - বিশেষ করে বায়ার্ন মিউনিখ দলের মহলে এই সিদ্ধা ন্তের বিরুদ্ধে ক্ষোভ শোনা গেছে৷ অ লিভার কান প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে তাঁর তীব্র ক্ষোভ প্রকাশ করেন৷ তবে তাঁর প্রতিদ্বন্দ্বী

লেহমান জাতীয় দলের এক নম্বর গোলরক্ষক হিসেবে ঘোষিত হ বার তিন দিন পর সোমবার (১০.০৪.০৬) মিউনিখে এক সাংবাদিক সম্মেলনে কান বললেন, দু নম্বরে থেকেও আসন্ন বিশ্বফুটবালে অংশ নিতে তিনি প্রস্তুত আছেন৷

কান বলেন :সব কিছুর পর, গত কয়েক দিনে যা ঘটেছে সে-সব নিয়ে চিন্তাভাবনার পর আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি৷ আমার জন্য পরিস্থিতিটা সহজ না হলেও আমি মনে করি জার্মান জাতীয় দলের জন্য এটা গুরুত্বের যে আমি ২০০৬-এর বিশ্ব ফুটবল কাপে উপস্থিত থাকতে চাই৷ কান বলেন, ব্যক্তিগত পাওয়া না পাওয়ার চেয়ে তাঁর কাছে আরো যা বড় তা হল এই বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে এই জার্মানিতে৷

দু নম্বর হয়েও অলিভার কান-যে দলে থাকতে রাজি, এতে ট্রেনার ক্লিন্সমান ভীষণ খুশি৷ কান-এর অভিজ্ঞতা দলের উপকারেই আসবে জানেন তিনি৷ কান-এর স্পোর্টসম্যান স্পিরিটের প্রশংসা করেছেন টিম ম্যানেজার অলিভার বিয়ারহোফ৷বিশ্বকাপ সাংগঠনিক কমিটির সভাপতি Franz Beckenbauer-ও সন্তুষ্ট৷ বলেছেন, জাতীয় দলে থাকতে কান রাজি, এতে যুক্তিরই জয় হল৷