1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসলামি জঙ্গিবাদ পুটিনের জন্য হুমকি হয়ে উঠছে

২৫ জুন ২০২৪

রাশিয়ার দাগেস্তানে রোববার দুটি সিনাগগ, দুটি গির্জা ও পুলিশের এক তল্লাশিচৌকিতে হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন৷ নিহতদের মধ্যে একজন যাজক ও অন্তত ১৫ জন পুলিশ সদস্য৷

https://p.dw.com/p/4hTmK
দাগেস্তানে সিনাগগের ছবি
ওয়াশিংটনের ‘ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার' এক গবেষণা নোটে লিখেছে, ইসলামিক স্টেটের উত্তর ককেশাস শাখা উইলায়াত কাভকাজ ‘সম্ভবত হামলাটি করেছে'ছবি: Gyanzhevy Gadzhibalayev/TASS/dpa/picture alliance

দাগেস্তানের রাজধানী মাখাচকালা ও কাস্পিয়ান সাগরতীরের শহর দিয়ারবিয়েন্তেতে হামলাগুলো হয়েছে৷

এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার না করলেও দক্ষিণ-মধ্য এশিয়ায় সক্রিয় ইসলামিক স্টেট-খোরাসানের আল-আজাইম মিডিয়া এক বিবৃতিতে হামলার জন্য ‘ককেশাসের ভাইদের' প্রশংসা করেছে৷

ওয়াশিংটনের ‘ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার' এক গবেষণা নোটে লিখেছে, ইসলামিক স্টেটের উত্তর ককেশাস শাখা উইলায়াত কাভকাজ ‘সম্ভবত হামলাটি করেছে'৷

এর আগে মার্চ মাসে মস্কোর কাছে এক কনসার্ট হলে হামলায় প্রায় দেড়শ মানুষ প্রাণ হারিয়েছিলেন৷ ইসলামিক স্টেট ঐ হামলার দায় স্বীকার করেছিল৷ যদিও মস্কো সেই সময় অভিযোগ করেছিল, হামলার পেছনে ইউক্রেনের হাতও ছিল৷ তবে কিয়েভ তা অস্বীকার করে৷

এছাড়া, এক সপ্তাহ আগে রস্টভ এলাকার কারাগারে বিক্ষোভ হয়েছে৷ এর পেছনেও ইসলামিক স্টেট ছিল৷

গত অক্টোবরে একদল বিক্ষোভকারী ‘আল্লাহু আকবর' বলে তেল আভিভ থেকে আসা ইহুদি যাত্রীদের ‘ধরতে' বিমানবন্দরে ঢুকে পড়েছিলেন৷

এসব ঘটনার পর রাশিয়ার গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী নিয়ে প্রশ্ন উঠেছে৷ ইউক্রেন যুদ্ধ নিয়ে তারা ব্যস্ত থাকায় এমনটা হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন৷

দাগেস্তান ও এর আশেপাশের এলাকার জঙ্গিবাদ নিয়ে কাজ করা সংস্থা দ্য খোরাসান ডায়েরির গবেষণা বিভাগের পরিচালক রিকার্ডো ভ্যালে রয়টার্সকে বলেন, ইউক্রেনে রাশিয়া যুদ্ধ করার কারণে যে সুযোগ তৈরি হয়েছে তা নিয়ে ইসলামিক স্টেট ও অন্যান্য জিহাদি গোষ্ঠী নিজেদের মধ্যে আলোচনা করেছিল৷

তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে ইসলামিক স্টেট নিয়ে পশ্চিম ও মস্কোর মধ্যে সহযোগিতায় ভাটা পড়েছে৷ এছাড়া নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত রাশিয়ার সম্পদও দাগেস্তান থেকে অন্যত্র চলে গেছে৷ দাগেস্তানে সাম্প্রতিক হামলা ‘গোয়েন্দা তথ্য সংগ্রহে অনেক ফাঁক' থাকার বিষয়টি সামনে নিয়ে এসেছে বলে মনে করেন ভ্যালে৷

ক্রেমলিনের সাবেক উপদেষ্টা সের্গেই মারকভ বলছেন, ‘‘মৌলবাদী ইসলাম আবার রাশিয়ায় মাথা চাড়া দিয়ে উঠছে৷'' তিনি বলেন, ‘‘এটা স্পষ্ট যে, ইসলামি সন্ত্রাসবাদের সমস্যা আছে এবং এটা মারাত্মক৷ কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে৷''

১৯৯০ দশকের শেষ থেকে ২০০০ দশকের শুরুর দিক পর্যন্ত রাশিয়াজুড়ে সাধারণ নাগরিকদের উপর নিয়মিত জঙ্গি হামলা হয়েছে৷ সাম্প্রতিক হামলার কারণে ঐ আতঙ্কের সময়টা আবার ফিরে আসছে কিনা সে বিষয়ে ভ্লাদিমির পুটিনের মুখপাত্র দিমিত্র পেশকভের কাছে জানতে চেয়েছিলেন একজন সাংবাদিক৷ তবে পেশকভ সেই শঙ্কা কম বলে জানিয়েছেন৷ ‘‘রাশিয়া এখন অন্যরকম৷ দাগেস্তানে যে ধরনের সন্ত্রাসী হামলা হয়েছে সেটা রাশিয়া কিংবা দাগেস্তানের সমাজ সমর্থন করে না,'' বলেন তিনি৷

দাগেস্তানের প্রধান সের্গেই মেলিকোভ বলেন, সমাজকে অস্থিতিশীল করতে এই হামলা হয়েছে৷

মস্কো থেকে প্রায় ১,৬০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত দাগেস্তান মুসলমান অধ্যুষিত এলাকা৷

দাগেস্তান এলাকাটি রাশিয়ার সামরিক বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ৷ সেখানে নৌবাহিনীর একটি ঘাঁটি গড়ে তোলা হচ্ছে৷

দাগেস্তানে পশ্চিম চেচনিয়াও মুসলিম অধ্যুষিত এলাকা৷ ১৯৯১ সালের সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর সেখানে মস্কো বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে দুবার যুদ্ধ করেছে৷

জেডএইচ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান