ইসরায়েলের অভিযোগ সত্ত্বেও নিজ রাষ্ট্রদূতকে জার্মানির সমর্থন
১৯ সেপ্টেম্বর ২০২৩তবে নিজ রাষ্ট্রদূতের প্রতি সমর্থন জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ও পররাষ্ট্র মন্ত্রণালয়৷
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন বর্তমান অতি দক্ষিণপন্থি ও রক্ষণশীল সরকার দেশটির বিচার বিভাগের ক্ষমতা কমানোর চেষ্টা করছে৷ এর বিরুদ্ধে দেশটিতে অনেকদিন ধরে বিক্ষোভ চলছে৷ এই বিষয়ে গত সপ্তাহের মঙ্গলবার সুপ্রিম কোর্টে একটি শুনানি অনুষ্ঠিত হয়৷ জার্মানির রাষ্ট্রদূত স্টেফান সাইবার্ট সেখানেই উপস্থিত ছিলেন৷ বিষয়টি তিনি এক্স-এ ভিডিও পোস্ট করে সবাইকে জানিয়েছিলেন৷ সঙ্গে লিখেছিলেন, ‘‘আমার মনে হয় ইসরায়েলের গণতন্ত্রের জন্য এখানে গুরুত্বপূর্ণ কিছু ঘটছে, এবং আমরা, ইসরায়েলের বন্ধু হিসাবে, সুপ্রিম কোর্টের দিকেও অনেক আগ্রহ নিয়ে তাকিয়ে আছি৷ আমি এটা নিজে উপস্থিত থেকে দেখতে চেয়েছি৷''
বার্লিনে ইসরায়েলের দূতাবাসের একজন মুখপাত্র ডয়চে ভেলেকে জানিয়েছেন, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোয়েনের নির্দেশ পাওয়ার পর ইসরায়েলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জার্মান রাষ্ট্রদূত সাইবার্টের সঙ্গে কথা বলে প্রতিবাদল জানিয়েছেন৷ একই বার্তা জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়কেও পাঠানো হয়েছে৷
জার্মানির প্রতিক্রিয়া
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রদূত সাইবার্টের প্রতি সমর্থন জানিয়েছে৷ মন্ত্রণালয়ের মুখপাত্র ডয়চে ভেলেকে জানান, ‘‘যথাযথ রাজনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে, বিশেষ করে বিষয়টি যখন প্রকাশ্যে হয়েছে, প্রত্যেক কূটনীতিকের স্বাভাবিক কাজের মধ্যেই পড়ে৷''
তিনি বলেন, সাইবার্টের এমন শুনানিতে যোগদান ছিল ‘‘সাধারণ কূটনৈতিক অনুশীলনের এক চমৎকার উদাহরণ৷''
চ্যান্সেলর ওলাফ শলৎসও সাইবার্টের প্রতি সমর্থন জানিয়েছেন৷ সোমবার তিনি বলেন, ‘‘জার্মান রাষ্ট্রদূত সুস্পষ্ট নীতি মেনে চলা একজন অত্যন্ত দায়িত্বশীল মানুষ৷ আমার মনে হয় সেটা সবাই জানেন- ইসরায়েলেরও সবাই জানেন৷''
কূটনীতিক হওয়ার আগে সাইবার্ট সাবেক জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের মুখপাত্র হিসেবে কাজ করেছেন৷
জেডএইচ/কেএম (এএফপি, ডিপিএ)