1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েলে আগুন লাগালো কে?

২৫ নভেম্বর ২০১৬

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু দেশ জুড়ে দাবানলের পিছনে রাজনৈতিক অভিসন্ধি কাজ করছে বলে সন্দেহ করছেন৷ দাবানলের কারণে হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে দূরে সরে যেতে হয়েছে৷

https://p.dw.com/p/2TEMZ
Israel Waldbrände
ছবি: picture-alliance/AP Photo/A. Schalit

বৃহস্পতিবার হাইফা পরিদর্শন করার সময় নেতানিয়াহু বলেন, অগ্নিকাণ্ডের সঙ্গে যদি কেউ সংশ্লিষ্ট থাকে, তাহলে তাকে কঠিন সাজা দেওয়া হবে৷ সাংবাদিকদের তিনি ভলেন, ‘‘ইচ্ছাকৃতভাবে কিংবা প্ররোচনার ফলে ঘটে যাওয়া প্রতিটি অগ্নিকাণ্ড বাস্তবিক সন্ত্রাস৷ এবং আমরা তার বিরুদ্ধে সেভাবেই পদক্ষেপ নেব৷'' তিনি আরো বলেন, ‘‘ইসরায়েলের কোনো অংশে অগ্নিসংযোগের চেষ্টা যারা করছে, তাদের গুরুতর সাজা দেওয়া হবে৷''

গত ছয় বছরে বৃহত্তম অগ্নিকাণ্ড

আগুনে শত শত বাড়ি ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও এ পর্যন্ত কারো মৃত্যু অথবা গুরুতরভাবে আহত হবার খবর পাওয়া যায়নি৷  অনেক মানুষ ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন৷ একে বৃষ্টি নেই, তার উপর অতি শুষ্ক পুবের হাওয়ার ফলে আগুন দেশের মাঝের অংশে ও উত্তরে ছড়িয়ে পড়েছে, এছাড়া পশ্চিম তীরের কিছু কিছু এলাকাও আগুনের প্রকোপে পড়েছে৷ আগুনের কারণে জেরুসালেম ও তেল আভিভের মধ্যে একটি হাইওয়ে সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়৷ আগুন উত্তরের হাইফা শহরে পৌঁছানোর পর হাইফার কয়েকটি এলাকা থেকে শত শত মানুষকে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে৷ দাবানল শুরু হয় তিন দিন আগে জেরুসালেমের কাছের বিভিন্ন স্থানে৷

Wildfire sweeps through Israel's Haifa

 সাইপ্রাস, রাশিয়া, ইটালি, ক্রোয়েশিয়া, তুরস্ক ও গ্রিসসহ অনেক দেশ ইসরায়েলি দমকল কর্মীদের অগ্নিনির্বাপক সাজসরঞ্জাম দিয়েছে৷ নেতানিয়াহু জানিয়েছেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একটি ‘সুপার ট্যাংকার' অগ্নিনির্বাপক বিমান চেয়েছেন৷ ফিলিস্তিনি কর্তৃপক্ষও সাহায্যের প্রস্তাব দিয়েছে বলে নেতানিয়াহু জানান৷ নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, রাশিয়া দু'টি অগ্নিনির্বাপক বিমান পাঠাচ্ছে৷

২০১০ সালে উত্তর ইসরায়েলে একটি বিধ্বংসী দাবানলে ৪২ জন প্রাণ হারানোর পর ইসরায়েলি দমকল বিভাগের সংস্কার করা হয় ও অগ্নিনির্বাপক বিমানের একটি স্কোয়াড্রন গঠন করা হয়৷

এসি/এসিবি (এপি, ডিপিএ, এএফপি)

প্রিয় পাঠক, আপনি কিছু বলতে চাইলে নীচে মন্তব্যের ঘরে লিখুন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য