1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েলি দম্পতিকে মুক্তি দিল তুরস্ক

১৯ নভেম্বর ২০২১

চরবৃত্তির অভিযোগে আটক করা হয়েছিল ইসরায়েলি দম্পতি মোরডি ও নাতালি ওকনিনকে। সাতদিন পরে তাদের মুক্ত করলো তুরস্ক।

https://p.dw.com/p/43DIp
ঘরে ফেরার পর ইসরায়েলের দম্পতি। ছবি: Ariel Schalit/AP Photo/picture alliance

তবে তাদের এই মুক্তি সহজে হয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, কূটনীতিকরা সমানে চেষ্টা চালিয়ে গেছেন। তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ানের সঙ্গে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

ইসরায়েলি দম্পতি মুক্তি পেয়ে এখন মধ্য ইসরায়েলে নিজেদের বাড়িতে ফিরে গেছেন। তারা বলেছেন, ''আমরা দেশের সব মানুষকে ধন্যবাদ দিচ্ছি। আমাদের মুক্তির জন্য যারা সাহায্য করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি।'' প্রধানমন্ত্রী বেনেটও টুইট করে তাদের ঘরে ফেরাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ''অনেক চেষ্টার পর তারা জেল থেকে মুক্তি পেয়েছেন এবং ইসরায়েল ফিরে আসতে পেরেছেন।''

বৃহস্পতিবার এর্দোয়ানের সঙ্গে কথা বলেন বেনেট। বেনেটের অফিস জানিয়েছে, ২০১৩ সালের পর এই প্রথমবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের কথা হলো।

কেন গ্রেপ্তার করা হয়েছিল

মোরডি ও নাতালি দুজনেই ইসরায়েলের সব চেয়ে বড় বাস কোম্পানিতে বাসচালকের কাজ করেন। তারা ছুটিতে তুরস্ক গেছিলেন। গত সপ্তাহে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযোগ, তারা রেডিও ও টেলিভিশন টাওয়ারের উপর থেকে প্রেসিডেন্ট এর্দোয়ানের বাসভবনের ছবি তুলেছিলেন। টাওয়ারের এক কর্মী তা দেখে পুলিশের কাছে অভিযোগ করেন। তারপরই পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে রাজনৈতিক ও সামরিক চরবৃত্তির অভিযোগ আনা হয়।

এরপরই শুরু হয় ইসরায়েলের তরফে তাদের মুক্ত করার উদ্যোগ। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জানান, ওই দম্পতি গুপ্তচর নন। প্রধানমন্ত্রী বেনেট এক প্রবীণ কূটনীতিককে নিয়োগ করেন তাদের মুক্তির জন্য।

তাদের মুক্তির পর ইসরায়েলের মন্ত্রী মাতান কাহানা বলেছেন, আশা করছি, তুরস্কের সঙ্গে সম্পর্ক এবার ভালো হবে। যোগাযোগ শুরু হয়েছে। এবার তা বাড়ানো দরকার।

এর্দোয়ান ক্ষমতায় আসার পর একাধিকবার ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন। তারপর থেকে দুই দেশের সম্পর্ক আরো খারাপ হয়। দম্পতির মুক্তির পর প্রধানমন্ত্রী বেনেট ধন্যবাদ দিয়েছেন এর্দোয়ানকে।

জিএইচ/এসজি (এপি, এএফফি, রয়টার্স)