1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েল এবং ফিলিস্তিনীদের মধ্যে নতুন করে উত্তেজনা

ফাহমিদা সুলতানা২৪ ডিসেম্বর ২০০৮

হামাস নিয়ন্ত্রিত গাজা থেকে ইসরায়েলে আবারও রকেট হামলা চালানো হয়েছে৷ এই হামলায় কেউ হতাহত হবার খবর পাওয়া যায়নি৷ সম্প্রতি ৬ মাসের যুদ্ধ বিরতি শেষ হবার পর গাজা থেকে অর্ধশতাধিক রকেট ইসরায়েলে ছোঁড়া হয়েছে বলে দাবি ইসরায়েল-এর৷

https://p.dw.com/p/GMcK
বিভিন্ন সাহায্য সংস্থা হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছে, ছোট্ট কিন্তু জনবহুল গাজা এলাকায় মানবিক পরিস্থিতির অবনতি হচ্ছে৷ছবি: AP

এদিকে বিভিন্ন সাহায্য সংস্থা হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছে, ছোট্ট কিন্তু জনবহুল গাজা এলাকায় মানবিক পরিস্থিতির অবনতি হচ্ছে৷ গাজার সঙ্গে ইসরায়েলের দুটি ক্রসিং বুধবার পুনরায় খুলে দেয়ার কথা থাকলেও, ইসরায়েল বলছে, হামলার কারণে ক্রসিং খোলা হবে না৷ এর আগে স্বল্প কিছু সাহায্য সরবরাহ পৌঁছে দেয়ার জন্যে ক্রসিং দুটি খুলে দেয়ার কথা ছিল৷ ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র পেটার লেরনার বলেছেন, মর্টার এবং রকেট হামলার কারণে দুটি ক্রসিংই বন্ধ রাখা হবে৷

বুধবার গাজা থেকে ইসরায়েলে অন্তত ১৫টি রকেট এবং মর্টার ছোঁড়া হয়েছে বলে জানা গেছে৷ গত শুক্রবার যুদ্ধ বিরতি শেষ হবার পর থেকেই গাজায় ইসরায়েলী বাহিনীর অভিযানে হামাসের একজন নেতৃস্থানীয় সদস্য নিহত হবার পরিপ্রেক্ষিতে হামাস ইসরায়েলে রকেট হামলা শুরু করে বলে জানায়৷

হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার দিনের শেষে ইসরায়েলী সেনাবাহিনীর অভিযানে তাদের ৩জন সদস্য প্রাণ হারানোর পর, প্রতিশোধ নিতেই এই রকেট হামলা চালানো হয়েছে৷

ইসরায়েল এবং গাজার নিয়ন্ত্রণকারী হামাসের মধ্যে এই পাল্টাপাল্টি হামলার ফলে ফিলিস্তিনী জঙ্গি গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে আবারও যুদ্ধ বিরতির সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে বলেই পর্যবেক্ষক মহলের ধারণা৷ অন্যদিকে হামাসের কট্টরপন্থী নেতা মাহমুদ জাহার বলেছেন, গাজার ওপর থেকে অবরোধ তুলে নেয়া এবং সামরিক অভিযান বন্ধ করা সহ ইসরায়েল যদি যুদ্ধ বিরতির সব শর্ত মেনে চলে তবে হামাস নতুন করে যুদ্ধ বিরতি চুক্তি করতে প্রস্তুত রয়েছে৷