1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা করছে হামাস

২৭ এপ্রিল ২০২৪

যুদ্ধবিরতি আলোচনা নতুন করে শুরু করতে এবং হামাসের হাতে থাকা জিম্মিদের ইসরায়েলে ফেরত নেয়ার অংশ হিসেবে ইসরায়েলে সফর করছে মিশরের একটি প্রতিনিধি দল৷

https://p.dw.com/p/4fFcV
গাজার আল বালাহ শিবির
যুদ্ধবিরতি আলোচনা নতুন করে শুরু করতে ইসরায়েলে সফর করছে মিশরের একটি প্রতিনিধি দল৷ছবি: Ramadan Abed/REUTERS

ফিলিস্তিনের জঙ্গি গোষ্ঠী হামাস শনিবার এক বিবৃতিতে জানায়, গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের সর্বশেষ পাল্টা প্রস্তাব পর্যালোচনা করছে তারা৷

বর্তমানে কাতারে অবস্থিত হামাসের ডেপুটি গাজা প্রধান খলিল আল-হাইয়া এপ্রিলে মিশরীয় এবং কাতারি মধ্যস্থতাকারীদের কাছে পেশ করা প্রস্তাব সম্পর্কে বলেন, ‘‘এই প্রস্তাব পর্যালোচনা করা হবে৷ সবকিছু খতিয়ে দেখে তারপর প্রতিক্রিয়া জমা দেয়া হবে৷''

যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ইসরায়েল দ্বারা সন্ত্রাসী সংগঠন হিসাবে স্বীকৃত হামাস যদিও এর আগে স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পেশ করেছিল৷ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ইসরায়েল৷

গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধের ছয় মাসের বেশি সময় পরেও অচলাবস্থা কাটেনি৷অস্থায়ী যুদ্ধবিরতির নয়, চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটাতে হবে, এই দাবিতে অনড় হামাস৷

মধ্যস্থতাকারী মিশর

স্থগিত হয়ে যাওয়া শান্তি প্রক্রিয়া নতুন করে শুরুর চেষ্টা করছে মিশর৷ মিশরীয় প্রতিনিধি দল আলোচনা ফের শুরু করতে এবং অবশিষ্ট জিম্মিদের উদ্ধারের চেষ্টার অংশ হিসেবে ইসরায়েলে পৌঁছেছেন৷

ইসরায়েলের অনুমান, গাজায় হামাস ১৩০ জনকে জিম্মি করে রেখেছে৷ এদের মধ্যে ৩৪ জন নিহত হয়েছেন বলে জানায় দেশটির সামরিক বাহিনী৷

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে ইসরায়েলি মিডিয়া জানায়, মিশরীয় প্রতিনিধিদলের সফরের আগে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিকল্পগুলো নিয়ে আলোচনা করেছে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা৷গণমাধ্যমে ওই কর্মকর্তাদের নাম প্রকাশ করা হয়নি৷  

শুক্রবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানান, এ যুদ্ধ শেষ করতে এবং বাকি জিম্মিদের ফিরিয়ে নেওয়ার আলোচনায় নতুন মাত্রা দেখেছেন তিনি৷ 

জার্মানি এবং যু্ক্তরাষ্ট্রসহ অন্তত ১৫টি দেশ চলমান সংঘাত অবসানের পথ হিসেবে বাকি জিম্মিদের মুক্তি দিতে হামাসেরে প্রতি আহ্বান জানিয়েছে৷

রাফাহ ঘিরে সামরিক পরিকল্পনা

যুদ্ধবিরতি আলোচনা ফের শুরু করার চেষ্টা চলছে৷ এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে ইসরায়েলি বিমান হামলার কথা জানিয়েছেন বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী৷

বৃহস্পতিবার হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা গাজি হামাদ এএফপি বার্তা সংস্থাকে বলেন, এই ধরনের যেকোনো অভিযান ‘নিঃসন্দেহে আলোচনাকে হুমকির মুখে ফেলবে'৷ তিনি আরো বলেন, ‘‘ইসরায়েল যুদ্ধ চালিয়ে যেতে আগ্রহী৷''

রাফাতে আশ্রয় নেয়া কয়েক হাজার বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকের উপস্থিতির কারণে এই পরিকল্পনা ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে বিরোধিতা রয়েছে৷

দুর্ভিক্ষের আশঙ্কা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় সন্ত্রাসী গোষ্ঠী হামাস৷ এই হামলায় এক হাজার ২০০ জন মানুষ নিহত হন এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করে সন্ত্রাসীরা৷

গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ইসরায়েলের পাল্টা সামরিক অভিযানের ফলে গাজায় কমপক্ষে ৩৪ হাজার ৩৫৬ জন মারা গিয়েছে৷ নিহতদের বেশিরভাগই  নারী ও শিশু৷

জাতিসংঘের তথ্য মতে, গাজার বিস্তীর্ণ এলাকা এখন প্রায় তিন কোটি ৭০ লাখ টন ধ্বংসাবশেষে আচ্ছাদিত যা অপসারণ করতে কয়েক বছর সময় লাগবে৷

আর বিশ্ব খাদ্য কর্মসূচি বলেছে, গাজায় দুর্ভিক্ষ একটি বাস্তবতা৷ এটা বিপজ্জনক হুমকি৷

আরকেসি/আরআর (এএফপি, রয়টার্স)