1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইরান

ইরানে শিয়া মসজিদে আইএস হামলায় মৃত ১৫

২৭ অক্টোবর ২০২২

ইরানে সিরাজ শহরে শিয়া মসজিদে সন্ত্রাসী হামলায় মৃত ১৫। দায় স্বীকার করলো আইএস।

https://p.dw.com/p/4IjLm
ইরানের মসজিদে সন্ত্রাসী হামলার পরের দৃশ্য।
ইরানের মসজিদে সন্ত্রাসী হামলার পরের দৃশ্য। ছবি: ISNA

বুধবার এই সন্ত্রাসী হামলা হয়। মৃতদের মধ্যে নারী ও শিশুও আছে। শাহ চেরাগ মসজিদে এই হামলা হয়। এই মসজিদকে ইরানে অত্যন্ত পবিত্র স্থান বলে মনে করা হয়।

বুধবারই ইরানে বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হয়েছে। বিক্ষোভকারীরা মাহসা আমিনির কবরস্থানে জমায়েত হয়েছিলেন। একই দিনে মসজিদে হামলাও হয়েছে।

হামলা নিয়ে যা জানা গেছে

সংবাদসংস্থা আমাক জানিয়েছে, আইএস এই আক্রমণ করেছে। একজন সন্ত্রাসী মসজিদে ঢুকে গুলি চালাতে থাকে। তাদের দাবি, ২০ জন মারা গেছেন।

এই মসজিদেই হামলা হয়।
এই মসজিদেই হামলা হয়। ছবি: Tasnim Agency

আধা সরকারি সংবাদসংস্থা তাসনিম জানিয়েছে, সন্ত্রাসী প্রথমে মসজিদের এক কর্মীকে হত্যা করে। তারপর তার বন্দুক জ্যাম হয়ে যায়। তাকে তখন বেশ কিছু মানুষ তাড়া করে। শেষ পর্যন্ত সে বন্দুক ঠিক করে ফেলে এবং গুলি চালাতে থাকে।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জানিয়েছে, এই অপরাধের যোগ্য জবাব দেয়া হবে। যারা এই আক্রমণ করেছে এবং এর পিছনে ছিল, তাদের নিরাপত্তা বাহিনী যোগ্য জবাব দেবে।

ইরানের সরকারি টিভি এই আক্রমণের জন্য আইএসের মতো চরম-রক্ষণশীল সুন্নি চরমপন্থিদের দায়ী করেছে। ইরান হলো শিয়া প্রধান দেশ।

গত এপ্রিলে এই ধরনেরই একটি আক্রমণ হয়েছিল, যখন ইমাম রেজা মসজিদে একজন ছুরি নিয়ে আক্রমণ শানায় এবং দুইজনকে হত্যা করে। 

জিএইচ/এসজি (এপি, এএফপি, ডিপিএ)